Thursday, November 13, 2025

পাঞ্জাব-জম্মু সীমান্তে ফের ভেঙে পড়ল সেনা কপ্টার, খোঁজ নেই চালকদের!

Date:

Share post:

কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপটার। ভারতীয় সেনার কপ্টার এটি। বাঁধের উপর দিয়ে যাচ্ছিল চপারটি। সেখানে হঠাৎ ভেঙে পড়ে সেটি। উদ্ধারকাজে ছুটেছে নিরাপত্তাবাহিনী।
পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী রঞ্জিত সাগর জলাধারের উপর ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় কপ্টার চালক, লেফটেন্যান্ট কর্নেল এ এস ভট্ট এবং তাঁর সহকারী ক্যাপ্টেন জয়ন্ত জোশী নিখোঁজ হয়েছেন।

কপ্টারে ঠিক কতজন ছিলেন, তাঁদের হাল হকিকত সম্পর্কে জানা যাচ্ছে না কিছুই। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে।
একটি সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। সেনাবাহিনীর হেলিকপ্টারটি নিয়ম মাফিক টহল দিচ্ছিল। জানা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জলের মধ্যে পড়ে যায়। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এটি কোনও যান্ত্রিক ত্রুটি নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তান সীমান্তের অদূরের ওই এলাকায় দুই নিখোঁজ সেনা আধিকারিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনা।
পঞ্জাবের পঠানকোট জেলা পুলিশের সুপার সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জম্মুর কাঠুয়া জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা জলাধারের উপর কপ্টারটি ভেঙে পড়ে। সেনা সূত্রের খবর, ২৫৪ নম্বর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর ওই ধ্রুব হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মানুন ক্যান্টনমেন্ট থেকে রুটিন উড়ান শুরু করেছিল। হঠাৎই চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...