Wednesday, December 3, 2025

পাঞ্জাব-জম্মু সীমান্তে ফের ভেঙে পড়ল সেনা কপ্টার, খোঁজ নেই চালকদের!

Date:

Share post:

কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপটার। ভারতীয় সেনার কপ্টার এটি। বাঁধের উপর দিয়ে যাচ্ছিল চপারটি। সেখানে হঠাৎ ভেঙে পড়ে সেটি। উদ্ধারকাজে ছুটেছে নিরাপত্তাবাহিনী।
পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী রঞ্জিত সাগর জলাধারের উপর ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় কপ্টার চালক, লেফটেন্যান্ট কর্নেল এ এস ভট্ট এবং তাঁর সহকারী ক্যাপ্টেন জয়ন্ত জোশী নিখোঁজ হয়েছেন।

কপ্টারে ঠিক কতজন ছিলেন, তাঁদের হাল হকিকত সম্পর্কে জানা যাচ্ছে না কিছুই। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে।
একটি সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। সেনাবাহিনীর হেলিকপ্টারটি নিয়ম মাফিক টহল দিচ্ছিল। জানা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জলের মধ্যে পড়ে যায়। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এটি কোনও যান্ত্রিক ত্রুটি নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তান সীমান্তের অদূরের ওই এলাকায় দুই নিখোঁজ সেনা আধিকারিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনা।
পঞ্জাবের পঠানকোট জেলা পুলিশের সুপার সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জম্মুর কাঠুয়া জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা জলাধারের উপর কপ্টারটি ভেঙে পড়ে। সেনা সূত্রের খবর, ২৫৪ নম্বর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর ওই ধ্রুব হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মানুন ক্যান্টনমেন্ট থেকে রুটিন উড়ান শুরু করেছিল। হঠাৎই চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

spot_img

Related articles

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...