Tuesday, November 25, 2025

অহংকারী ও বেপরোয়া: সংসদের অচলাবস্থার জন্য মোদি সরকারকে দায়ী করল বিরোধীরা

Date:

Share post:

অধিবেশন(parliament session) শুরু হয়েছে ঠিকই তবে প্রবল বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে গিয়েছে বাদল অধিবেশন। এই অবস্থার জন্য শাসক দলের তরফে বিরোধীদের দিকে আঙুল তোলা হলেও পাল্টা যৌথ বিবৃতি জারি করে বিরোধীদের(opposition) তরফে জানিয়ে দেওয়া হলো, সংসদের অচলাবস্থার জন্য দায়ী বিজেপি সরকারের(BJP government) অহংকারী ও বেপরোয়া মনোভাব।

বুধবার প্রায় সমস্ত বিরোধী দলের সাংসদদের তরফে এক যৌথ বিবৃতি জারি করা হয়। যেখানে সংসদ অধিবেশন কার্যত অচল হয়ে যাওয়ার জন্য মোদি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দলের সাংসদরা। স্পষ্টভাবে ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত পেগাসাস ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সংসদের দুই কক্ষে আলোচনা হোক। পাশাপাশি দাবি জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক সমস্যা নিয়ে সংসদের অন্দরে আলোচনা করুক সরকার। যে কালো আইন কৃষকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে সংসদ কক্ষে আলোচনা হোক। তবে সরকার কোনরকম আলোচনায় যেতে নারাজ।

আরও পড়ুন:সংসদ অবমাননার অভিযোগে সাসপেন্ড রাজ্যসভার ৬ তৃণমূল সাংসদ

এরপরই বিরোধীদের তরফ সরাসরি অভিযোগ তুলে বলা হয়, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকার এই ইস্যুতে কথা বলতে চাইছে না উল্টে বিরোধীদের দিকে আঙুল তুলে বলা হচ্ছে তারা সংসদকে অচল করে দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সংসদ অচল করার জন্য দায়ী সরকারপক্ষ। অহংকারী ও বেপরোয়া সরকার বিরোধীদের সমস্ত দাবিকে ছুড়ে ফেলে দিচ্ছে। সরকার চাইছে না সংসদের অন্দরে কোনওরকম আলোচনা হোক।” উল্লেখ্য, বিরোধীদের তরফে পেশ করা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১৮ জন সাংসদ। যে তালিকায় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন কংগ্রেস, ডিএমকে, এনসিপি, সপা, আরজেডি সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা।

 

spot_img

Related articles

হেরিটেজ সংরক্ষণে গতি: রাজ্যের প্রকল্পে ২৭টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ

রাজ্যের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি...

গ্রুপ পর্বেই ভারত-পাক, কোন কোন মাঠে খেলবেন সূর্যরা? জানুন বিস্তারিত

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান...

বারাসত মেডিক্যালে মৃতের চোখ চুরি! গাড়ি থামিয়ে নালিশ শুনে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারকে প্রতিশ্রুতি

বারাসত মেডিক্যল কলেজের (Barasat Medical College And Hospital) মর্গ থেকে মৃতের (Dead Body) চোখ (Eye) চুরির অভিযোগ। খবর...

নক-আউট সহ টি২০ বিশ্বকাপের একগুচ্ছ ম্যাচ পেল কলকাতা, বড় দায়িত্বে রোহিত

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি...