Wednesday, December 17, 2025

অহংকারী ও বেপরোয়া: সংসদের অচলাবস্থার জন্য মোদি সরকারকে দায়ী করল বিরোধীরা

Date:

Share post:

অধিবেশন(parliament session) শুরু হয়েছে ঠিকই তবে প্রবল বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে গিয়েছে বাদল অধিবেশন। এই অবস্থার জন্য শাসক দলের তরফে বিরোধীদের দিকে আঙুল তোলা হলেও পাল্টা যৌথ বিবৃতি জারি করে বিরোধীদের(opposition) তরফে জানিয়ে দেওয়া হলো, সংসদের অচলাবস্থার জন্য দায়ী বিজেপি সরকারের(BJP government) অহংকারী ও বেপরোয়া মনোভাব।

বুধবার প্রায় সমস্ত বিরোধী দলের সাংসদদের তরফে এক যৌথ বিবৃতি জারি করা হয়। যেখানে সংসদ অধিবেশন কার্যত অচল হয়ে যাওয়ার জন্য মোদি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দলের সাংসদরা। স্পষ্টভাবে ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত পেগাসাস ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সংসদের দুই কক্ষে আলোচনা হোক। পাশাপাশি দাবি জানানো হয়েছিল, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক সমস্যা নিয়ে সংসদের অন্দরে আলোচনা করুক সরকার। যে কালো আইন কৃষকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে সংসদ কক্ষে আলোচনা হোক। তবে সরকার কোনরকম আলোচনায় যেতে নারাজ।

আরও পড়ুন:সংসদ অবমাননার অভিযোগে সাসপেন্ড রাজ্যসভার ৬ তৃণমূল সাংসদ

এরপরই বিরোধীদের তরফ সরাসরি অভিযোগ তুলে বলা হয়, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকার এই ইস্যুতে কথা বলতে চাইছে না উল্টে বিরোধীদের দিকে আঙুল তুলে বলা হচ্ছে তারা সংসদকে অচল করে দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সংসদ অচল করার জন্য দায়ী সরকারপক্ষ। অহংকারী ও বেপরোয়া সরকার বিরোধীদের সমস্ত দাবিকে ছুড়ে ফেলে দিচ্ছে। সরকার চাইছে না সংসদের অন্দরে কোনওরকম আলোচনা হোক।” উল্লেখ্য, বিরোধীদের তরফে পেশ করা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১৮ জন সাংসদ। যে তালিকায় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন কংগ্রেস, ডিএমকে, এনসিপি, সপা, আরজেডি সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা।

 

spot_img

Related articles

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...