বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বেশ কিছুদিন ধরেই তিনি খবরের শিরোনামে রয়েছেন। বুধবার ফেসবুক লাইভে এসে মারাত্মক অভিযোগ আনলেন অভিনেত্রী। রাজধানী ঢাকার বনানীর বাড়িতে এক দল অপরিচিত ব্যক্তি তাঁর বাড়িতে চড়াও হয়েছিল বলে অভিযোগ তুলে ফেসবুক লাইভে আসেন তিনি। লাইভে এসে রীতিমতো আতঙ্কিত হয়ে কান্নাকাটিও শুরু করে দেন।

লাইভে অভিনেত্রী অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে তার বাড়িতে হামলা চালান হচ্ছে। বাড়ির মেইনগেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। তবে কোন থানা থেকে আসছে তারা তা বলছে না। পরীমণি তখন ঘুমোচ্ছিলেন। বারবার দরজার বেল বাজাতে থাকেন আগন্তুকেরা। বাড়ির ভিতরে যাওয়ার কথা বলেন। পরিবারের কেউ তাতে রাজি না হওয়ায় দরজা ভাঙারও চেষ্টা করেন তাঁরা, দাবি অভিনেত্রীর।
পরীমণির লাইভ দেখে কিছুক্ষণের মধ্যেই তাঁর বাড়িতে চলে আসে সমস্ত সাংবাদিক বন্ধু। তাঁদের সাড়া পেয়ে অবশেষে দরজা খোলেন তিনি। উপস্থিত আগন্তুকেরা যে তদন্তকারী অফিসার, এ কথা জানার পর বাড়ির ভিতরে ঢুকতে দেন তাঁদের। তদন্তের স্বার্থে এর পরেই সরাসরি সম্প্রচার থেকে সরে আসেন পরীমণি।

আরও পড়ুন- দূরপাল্লার বাসে এবার বিমানের মতই কাগজ, জল, খাবার দেওয়া হবে
