সংসদে আগে পেগাসাস-চর্চা: দাবিতে অনড় তৃণমূল-সহ বিরোধীরা, টুইট ডেরেকের

parliament

পেগাসাস (Pegasus) নিয়ে নাছোড় বিরোধীরা। এই নিয়ে বুধবারও উত্তাল হতে পারে সংসদের (Parliament) দুই কক্ষ। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনার দাবি করছে তৃণমূল (Tmc)। সকালেই টুইট (Twitte) করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brian)।
তিনি লেখেন,
“বিরোধীরা সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে চায়। সরকার সংসদ চলতে দিচ্ছে না।”
ডেরেকের দাবি, “তিনটি বিষয়ে আলোচনা হোক।
কৃষি আইন
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও অর্থনীতি জাতীয় সুরক্ষা”
তৃণমূলের রাজ্যসভার দলনেতা লিখেছেন, “#পেগাসাস স্পাইওয়্যার সবার আগে পেগাসাস নিয়ে সংসদের দুই কক্ষেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হোক।”

 

এই ইস্যু নিয়ে এদিনও তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা সংসদের বাদল অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Previous articleদিল্লির ধর্ষিতা দলিত নাবালিকার বাড়িতে গেলেন রাহুল গান্ধী
Next articleবামেরা ব্যর্থ, ত্রিপুরায় বিজেপিকে হটাতে পারে তৃণমূলই: কুণাল