Thursday, August 28, 2025

‘৩-৪ দিন জল ছাড়া বন্ধ রাখুন’, ডিভিসি-কে কড়া চিঠি দিল সেচ দফতর

Date:

রাজ্যকে না জানিয়ে কেন বারবার জল ছাড়া হচ্ছে? ডিভিসি-কে কড়া চিঠি দিল রাজ্যের সেচ দফতর। একেই টানা বৃষ্টিতে জেরবার রাজ্য, এই পরিস্থিতিতে কীভাবে জল ছাড়া হচ্ছে এই নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন সেচমন্ত্রী। এই বিষয়ে বুধবার সেচমন্ত্রী ডিভিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক জল ছেড়েছেন এবার জল ছাড়াটা নিয়ন্ত্রণে রাখুন। ৩-৪ জল ছাড়া বন্ধ রাখুন।’

ডিভিসি জল ছাড়ায় গৃহহীন দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ মানুষ। রাজ্যসরকার গৃহহীনদের, বাসস্থান, পানীয় জল, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে এই রিপোর্ট গেলেও তাদের তরফ থেকে বুধবার রাত কোনও সদর্থক বার্তা নবান্নে এসে পৌঁছায় নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদের্শে রাজ্যের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তিনি। বানভাসি এলাকাবাসিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও নজর দিয়েছেন। একেই টানা বৃষ্টিতে জেরবার রাজ্য, এই পরিস্থিতিতে কীভাবে জল ছাড়া হচ্ছে এই নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন সেচমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতি দেখেও এদিনও প্রায় ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি বলে অভিযে্‌াগ করেন মন্ত্রী। ডিভিসির জলছাডা়র ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইমেল মারফত ডিভিসিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। সূত্রের খবর, বুধবার পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক ও মাইথন থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়।

আরও পড়ুন- বিলে কারচুপির অভিযোগ, ‘আমরি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version