Thursday, December 4, 2025

মনে চাপ বাড়ছে পড়ুয়াদের, স্কুল খোলা হোক: কেন্দ্র-রাজ্যদের পরামর্শ মনোচিকিৎসকদের

Date:

Share post:

করোনাকালে দেড় বছরের উপর বন্ধ স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিশু-কিশোরদের মনের উপর চাপ পড়ছে। কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখন কম। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময় মেনে স্কুল (School) খোলার দাবি জানিয়ে কেন্দ্র রাজ্যগুলিকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’। চিঠিতে তারা লেখা হয়েছে, স্কুল-কলেজে (School-Collage) পঠনপাঠন বন্ধ থাকায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। মূলত কমবয়সী ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। এর সমাধানে প্রি-প্রাইমারি (Pre-primary) থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ুয়াদের বিভিন্ন দিনে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রি-প্রাইমারির জন্য সপ্তাহে ২ দিন, ক্লাস ১ থেকে এইট তিনদিন এবং ৯-১০-এর পড়ুয়াদের জন্য সোম থেকে শুক্র খোলা যেতে পারে স্কুল।

এই সুপারিশ মনোচিকিৎসকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়ে জানান। একই সঙ্গে দেশের সবক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ওই চিঠি পাঠানো হয়েছে।

এর পাশাপাশি স্কুল, কলেজ খোলা নিয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

• ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুলে ক্লাস শুরু করা যেতে পারে।

• যাদের রোল নম্বর জোড় সংখ্যা, তারা এক দিন আসবে স্কুলে।

• বাকিরা বাড়ি থেকে অনলাইনেই ক্লাস করবে।

• বিজোড় সংখ্যার রোল নম্বর, তারা একদিন স্কুলে এসে ক্লাস করবে

• অন্যদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকবে।

• কলেজ খোলা হলে সে ক্ষেত্রে নিয়মমাফিক ছাত্রছাত্রী ও কর্মীদের শরীরের তাপমাত্রা মাপতে হবে।

• কোনও পড়ুয়া বা কর্মীর শরীরে উপসর্গ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁর কোভিড পরীক্ষা করতে হবে।

• স্কুলে রাখতে হবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট।

• কোভিড উপসর্গ চিহ্নিতকরণের জন্যও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি।

• ক্লাসরুমের জানলা, দরজা খোলা রাখতে হবে।

• চেয়ার, টেবিল, বেঞ্চ-সহ সব জিনিস ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।

দীর্ঘদিন অনলাইনে ক্লাস করা এবং বাড়িতে থাকার দরুন শিশুদের মোবাইল আসক্তি বেড়ে গিয়েছে এবং খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্কুল খুললে পঠনপাঠন ছাড়াও যাতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের আয়োজন করা হয় সে কথাও বলা হয়েছে চিঠিতে। পাশাপাশি, মানসিক স্বাস্থ্যের জন্য মাঝে মাঝে কাউন্সেলিং করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বকেয়া ফি-র ৫০ শতাংশ দিতেই হবে, না হলে ব্যবস্থা নিতে পারবে স্কুল, জানাল হাইকোর্ট

 

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...