হল না। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) সোনার পদক পাওয়া হল না বজরং পুনিয়ার( bajrang punia)। শুক্রবার সেমিফাইনালের কঠিন লড়াইয়ে হাজি আলিয়েভের কাছে হেরে গেলেন ভারতীয় এই কুস্তিগীর। যার ফলে এবার ব্রোঞ্জ পদকের লক্ষ্যে নামবেন তিনি।

শুক্রবার অলিম্পিক্সে ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে ৫-১২ ব্যবধানে পরাজিত হন বজরং। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান হাজি আলিয়েভ। পরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করলে, প্রতিপক্ষকে বাগে আনতে ব্যর্থ হন ভারতীয় কুস্তিগীর। এবার বজরং-এর চোখ ব্রোঞ্জ পদকের দিকে। আগামীকাল বিকেলে ব্রোঞ্জ পদকের জেতার লক্ষ্যে নামবে ভারতের তারকা কুস্তিগীর।
আরও পড়ুন:নাম পরিবর্তনের মেগা সিরিয়াল, এবার মোদি পালটে দিলেন ‘রাজীব খেলরত্ন’-এর নাম
