২০২২-এর উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে নির্দেশিকা জারি সংসদের, কী থাকছে তাতে?

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২১-এর প্রস্তাবিত সিলেবাসের (Syllabus) উপরেই নেওয়া হবে। নির্দেশিকা জারি করে এমনটাই জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Council)। সংসদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে সিলেবাস কমানো হয়েছে তার উপর ভিত্তি করে পরিবর্তিত প্রশ্নের ধরনেই সামনের বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ২০২২-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination) নেওয়া হবে। তবে যে বিষয়গুলির লিখিত পরীক্ষা ৬০ নম্বর বা তার কম হবে সেই বিষয়গুলির কোনও সিলেবাস বাদ দেওয়া হবে না।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিষয়ভিত্তিক কতটা সিলেবাস কমানো হয়েছে? প্রশ্নপত্রের ধরন কী হবে? তার জন্য ইতিমধ্যেই সংসদের ওয়েবসাইটে (Website) নোটিফিকেশন দেওয়া রয়েছে।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪০% সিলেবাস কমানোর কথা বলা হয়েছিল। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সেই একই সিলেবাস কমানোর ইঙ্গিতই নির্দেশিকায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কার পদবি ব্যবহার করতে পারবে সন্তান? ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের

 

Previous articleকার পদবি ব্যবহার করতে পারবে সন্তান? ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের
Next articleরাতে রাস্তায় কেন? কোভিড বিধি ভাঙায় অভিনেত্রী ইশা সাহার গাড়ি আটকালো পুলিশ