Thursday, August 28, 2025

বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা, আলোচনা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

কেন্দ্রীয় সরকারের(central government) বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চিঠিতে তার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করছে। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। শুধু তাই নয়, চিঠিতে তিনি আরো জানিয়েছেন এই বিল প্রস্তাব করার পূর্বে কেন্দ্রীয় সরকার যেন রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, এই বিল জনসাধারণের স্বার্থবিরোধী। সংবিধানে বিদ্যুতের বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। ফলে বিল নিয়ে আসার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কোনরকম আলোচনা ছাড়া কেন্দ্র যদি এই ধরনের একতরফা পদক্ষেপ নেয় তাহলে তার স্বৈরাচারী ও রাজ্য সরকারের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ করা হবে। শুধু তাই নয়, এই বিল সংসদে পাস হয়ে গেলে সাধারণ মানুষ, গরিব উপভোগক্তারা এর বলি হবেন।

আরও পড়ুন:অর্ধেক আমেরিকা টিকার ২টি ডোজ পেলেও, মোদির শাইনিং ইন্ডিয়ায় এখনও হাহাকার

শুধু তাই নয় চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কথা না বলে এই বিল আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে মুনাফা করার সুযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বণ্টনের বিষয়টি রাজ্য নিয়ামক সংস্থার অধীনস্থ। এ ক্ষেত্রে সেই অধিকারও খর্ব করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং ক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সরকার যেন এই ধরনের বিল আনা থেকে বিরত থাকে।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version