“সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, ইংল‍্যান্ডের বিরুদ্ধেও তাই করছি,” বললেন বুমরাহ

ভারত-ইংল‍্যান্ড ( India-england)প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহের( jaspreet bumrah)। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ( world test championship final) নিজেকে মেলে ধরতে ব‍্যর্থ হলেও, ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়ে নিয়েছে ৯ উইকেট। ইংরেজদের বিরুদ্ধে তাঁর বোলিংএ মুগ্ধ ক্রিকেটপ্রমীরা। ম‍্যাচ শেষে নিজের প‍ারফরম‍্যান্স মুখ খুললেন যশপ্রীত বুমরাহ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” বোল করার ধরন খুব বেশি যে পাল্টাতে হয়েছে, তা নয়। পরিবর্তন করতে হয়েছে মানসিকতায়। শেষে কী হবে না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। খেলাটাকে উপভোগ করেছি নিজের ক্ষমতার উপর ভরসা রেখে। নতুন কিছু শেখার চেষ্টা করি। আগামী দিনেও এই লক্ষ‍্য থাকবে আমার।”

আজ ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন। জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ১৫৭ রান। জয়ের ব‍্যাপারে আশাবাদী বুমরাহ। বুমরাহ বলেন, “খেলতে নামলে জেতার জন্যই নামা উচিত। তবে আমরা এখনই অত দূরের দিকে দেখতে রাজি নই। প্রতিটা সেশন ধরে খেলব। সকালে একটা ভাল শুরু দরকার আমাদের। আশাকরি আমাদের পক্ষেই ম‍্যাচের ফলাফল হবে।”

আরও পড়ুন:আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন নিয়ম করল বিসিসিআই

 

Previous articleডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতিকে রুখতে কি টিকা আদৌ কার্যকর? উত্তর দিল ICMR
Next articleত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের