করোনা মোকাবিলায় তৎপর রাজ্য, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু নয়া প্রকল্প

করোনা অতিমারির বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। প্রথম ধাক্কার পর বিশ্বের একাধিক দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেও। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়ে ভারতবর্ষ। বিশেষজ্ঞদের আশঙ্কা কিছু দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেও। তবে ভারতে তৃতীয় ঢেও আসার আগেই সব প্রস্ততি সেরে ফেলতে চাইছে রাজ্য। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের(Avijit Binayak Banerjee) নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে।

করোনা মোকাবিলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প। এই প্রকল্প চালু করার জন্য রূপরেখা তৈরি। বিষয়টি নিয়ে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের প্রধান ডাক্তার অভিজিৎ চৌধুরী, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে আলোচনা হয় নোবেলজয়ী অর্থনীতিবিদের। এই বিষয়ে আরও বেশি করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের দায়িত্ব দেওয়া হবে। আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন অক্সিমিটারের ব্যবহার, কোভিডের নানা উপসর্গ ও সাধারণ জ্বরের মধ্যে কী পার্থক্য তা মানুষকে বোঝানো হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘’পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি ভাল, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যথেষ্ট উন্নত। কোভিড আক্রান্ত হলেই চিকিৎসা করান।’’

আরও পড়ুন- মোদিকে সরিয়ে মোতেরা স্টেডিয়াম নীরজের নামে করা হোক, দাবি তৃণমূলের

 

 

Previous articleলাইফ জ্যাকেট পরেই ত্রাণ বিলি জেলাশাসক থেকে মহকুমা শাসক, বিডিও-র
Next articleরাতেই আহত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশেষ বিমানে কলকাতায় ফিরছেন অভিষেক