Sunday, December 21, 2025

সংবর্ধিত হয়ে আপ্লুত নীরজ বললেন, আমার নয় এই সোনা গোটা দেশের

Date:

Share post:

বিকেলে দেশে ফিরেছেন অলিম্পিক্সে পদকজয়ীরা। দেশে ফিরেছেন জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া। দিল্লি বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সংবর্ধনা দেওয়া হল নীরজ চোপড়া, বজরং পুনিয়াদের।এবারই অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত আর এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে। একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। স্বাধীন ভারতে এবারই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এসেছে। স্বাভাবিকভাবেই দেশের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বসিত। পদকজয়ী নীরজ, বজরং, সাইখম মীরাবাঈ চানু, রবি কুমার দাহিয়া, লভলিনা বর্গোহাঁই, পিভি সিন্ধু ও ভারতের পুরুষ হকি দলের সদস্যরা অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। পদকজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
প্রায় এক কিলোমিটার লম্বা রাস্তা মানুষ আর মানুষ। বজরং, রবি, নিরজদের জন্য উপস্থিত ছিলেন পরিবারের লোকেরা। একবার ছুঁয়ে দেখার জন্য, একটা সেলফি তোলার জন্য মানুষের হাহাকার।

আরও পড়ুন- উপনির্বাচন থেকে ত্রিপুরা: তৃণমূলের সুরেই আলোচনা সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে

এদিন দিল্লি বিমানবন্দরে সবচেয়ে বেশি উৎসাহ ছিল সোনাজয়ী নীরজকে নিয়ে। তিনি শুরুতেই বিমানবন্দরের বাইরে আসেন। তাঁকে জড়িয়ে ধরা এবং সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে জনতা। সবাই তাঁকে একঝলক দেখতে চাইছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুরাগ ঠাকুর বললেন, এবারই সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ভারত। নীরজ সোনা জিতেছে। টোকিওতে জাতীয় সঙ্গীত যখন বাজছিল ভারতীয়দের গর্বে বুক ভরে গিয়েছিল। ভারতের মহিলারাও দেখিয়ে দিয়েছেন। অদিতি অশোক দারুণ খেলেছেন । তার কন্ঠে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

প্রশিক্ষকের সাথে সংবর্ধনা পেলেন লভলিনা। বললেন, ‘দেশে ফিরে দারুণ লাগছে। ভবিষ্যতে আরও ভাল করে দেখাতে চাই। সোনা জেতার লক্ষ্য ছিল। ভবিষ্যতেও থাকবে।
৪১ বছর পর হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ভারতের পুরুষ হকি দলকে সংবর্ধনা দেওয়া হল।গোলরক্ষক শ্রীজেশ, হরমনপ্রীত সিংহ, বীরেন্দ্র লাকরা সহ গোটা দলকে সংবর্ধিত করা হল।
শাল, ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হল ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়াকে। আবেগে ভেসে পুনিয়া বললেন, আজ মনে হচ্ছে ফের পদক জিতলাম।
সংবর্ধনা দেওয়া হল কুস্তিগির রবি দাহিয়াকে।
সোনার ছেলে নীরজকে সংবর্ধনা দেওয়া হল। আপ্লুত নীরজ বললেন, আমার নয় এই সোনা গোটা দেশের। আমি সবসময় পদক সাথে নিয়েই ঘুরছি।অনুষ্ঠান শেষে বাবা মায়ের সঙ্গে দেখা করলেন নীরজ। কেঁদে ফেললেন নীরজের বাবা-মা। বাবাকে পদক পরিয়ে দিলেন নীরজ।
আগেই সংবর্ধনা পেয়েছেন দুই ক্রীড়াবিদ মীরাবাই চানু ও পিভি সিন্ধু। সেই কারণে সোমবার দিল্লিতে ছিলেন না তাঁরা।
মহিলা হকি দলের সবিতাকে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বললেন পুরুষ হকি দলের অধিনায়ক শ্রীজেশ।
পুরস্কার পেলেন ভারতের পুরুষ হকি দলের প্রশিক্ষক গ্রাহাম রিড। বললেন, তারুণ্য আর অভিজ্ঞতার ভারসাম্যেই এসেছে সাফল্য।

 

 

spot_img

Related articles

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন...

মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

নজিরবিহীন ঘটনা! গুজরাটের ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার (Sayajibaug in Vadodara) ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু...

নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, কী প্রতিক্রিয়া বাংলার বিনোদন জগতের শিল্পীদের 

চিরঞ্জিত চক্রবর্তী (অভিনেতা): বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা কিছু ভাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিল্প-সংস্কৃতির...

জোহানেসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত ১০, তদন্ত শুরু পুলিশের 

নিউইয়র্ক, সিডনির পর এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা (Gunman attacks in Johannesburg, South Africa)। বেকারসডল এলাকায় একটি...