Monday, August 25, 2025

মুকুল কেন PAC চেয়ারম্যান? স্পিকারের হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায়কে (Mukul Roy) কোনও পদ্ধতিতে এবং কীভাবে PAC-র চেয়ারম্যান করা হয়েছে, এবার তা হলফনামা নিয়ে বিধানসভার (Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আগামী পরশু অর্থাৎ ১২ অগাস্টের মধ্যে স্পিকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গেরুয়া শিবিরের অভিযোগ, বিধানসভা ভোটের পরই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। অথচ, তিনি পদ্মফুল প্রতীকে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। অর্থাৎ, দল বিরোধী আইন প্রয়োগ করে অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হোক, এই ইস্যুতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে সম্প্রতি, দ্বিতীয় দফার শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল।

 

উল্লেখ্য, খাতায়-কলমে বিজেপি বিধায়ক মুকুল রায়কে PAC চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার। বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি স্পিকার। তাঁর দাবি, আইন মেনেই PAC চেয়ারম্যান করা হয়েছে মুকুল রায়কে। এরপরই স্পিকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেদের কোটার বিধানসভার সমস্ত কমিটি থেকে গণইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, PAC বিতর্কে হাইকোর্টের জনস্বার্থ মামলাও দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলায় এবার স্পিকারের হলফনামা তলব করলেন হাইকোর্টের বিচারপতি।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...