Saturday, May 17, 2025

পেগাসাস মামলার শুনানি স্থগিত, সোমবার পর্যন্ত শীর্ষ আদালতের কাছে সময় চাইল সরকার

Date:

Share post:

পিছিয়ে গেল বিতর্কিত পেগাসাস মামলার শুনানি। আজ কেন্দ্রের তরফ থেকে শীর্ষ আদালতে সময় চাওয়া হয়েছে, তাই শুনানি স্থগিত হয়ে যায়। আগামী সোমবার ফের শুনানি হবে। এদিকে আজ সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানি লাইভ টেলিকাস্ট করা হোক, এই মর্মে আর্জি জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রামণকে চিঠি দেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। জরুরি ভিত্তিতে যাতে বিষয়টিতে নজর দেওয়া হয় তার জন্য প্রধান বিচারপতিকে আৰ্জি জানান তিনি।

উল্লেখ্য আজই পেগাসাস মামলার শুনানি হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, সোমবার বিষয়টি খতিয়ে দেখা হবে। মঙ্গলবার আদালতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “মামলাকারীর সোশ্যাল মিডিয়ায় পেগাসাস নিয়ে তর্ক-বিতর্ক করছেন। তারা আদালতে এসেছেন। আদালতের উপর ভরসা রাখা উচিত। যদিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল করা, না করা তাদের ব্যাপার। তবে, আদালতের দ্বারস্থ যখন হয়েছেন তখন আদালতের উপর ভরসা রাখুন।”

আরও পড়ুন:Breaking: ধাক্কা সামলাতে সেপ্টেম্বরে ত্রিপুরায় নাড্ডা, দায়িত্বে বি এল সন্তোষ

গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে পেগাসাস মামলা গৃহীত হয় । প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ওই দিন সাংবাদিক এন রামের পক্ষে সওয়াল শুরু করেন। সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রমণের পর্যবেক্ষণ ছিল, অভিযোগ অত্যন্ত মারাত্মক। কিন্তু, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে মামলা হয়না। তিনি জানতে চান, কোথাও কোনো অপরাধী অভিযোগ নথিভুক্ত হয়েছে কিনা।পাশাপাশি বিচারপতি বলেন, যাদের নাম উঠে আসছে তারা অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী মানুষ। এই মামলার নথিতে কিছুই নেই তা বলা যাবে না কিন্তু আরও অনেক তথ্যের প্রয়োজন।

স্বভাবতই দিন যত বাড়ছে, ততই পেগাসাস ইস্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। পেগাসাস মামলার শুনানির ঘটনাপ্রবাহে নজর রাখছে গোটা দেশ। রাজনৈতিক নেতা থেকে আইনজীবী, বিখ্যাত সাংবাদিক-সহ  বহু নাম রয়েছে পেগাসাসের তালিকায়। বিরোধীরা জানতে চায়, এই আড়িপাতায় সরকার প্রত্যক্ষ ভাবে যুক্ত কিনা। কারণ সরকার ছাড়া নৈতিক ভাবে কোনও পক্ষই এই হাতিয়ার ব্যবহার করতে পারে না। সরকারের ক্ষেত্রেও এর ব্যবহার মূলত স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতিসাপেক্ষ। অপহরণ, জঙ্গিদের মনিটারিং-এই সব ক্ষেত্রেই এই স্পাইওয়ার ব্যবহৃত হওয়ার কথা।


spot_img

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...