ভিনেশ ফোগাতকে সাময়িক নির্বাসিত করল ডব্লিউএফআই

ভিনেশ ফোগাতকে( vinesh phogat) সাময়িক নির্বাসিত করল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (wfi)। শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাময়িক নির্বাসিত করা হল তাকে। ভিনেশের বিরুদ্ধে অভিযোগ তিনি তিনটি নিয়ম ভেঙেছেন। কেন তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন, সেই উত্তরের জন‍্য ১৬ আগস্ট পযর্ন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে ভিনেশকে।

ভিনেশের বিরুদ্ধে অভিযোগ যে, গেমস ভিলেজে থাকতে এবং বাকি ভারতীয় সতীর্থদের সঙ্গে ট্রেনিং করতে অস্বীকার করেন তিনি। এমনকী ভিনেশ সরকারি স্পনসর কুস্তির পোষাক পরেননি। ডব্লিউএফআই এক কর্তা এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এটি ভয়ঙ্কর নিয়মভঙ্গের উদাহরণ। ভিনেশ ফোগতকে সাময়িক ভাবে যাবতীয় কুস্তীর কার্যকলাপ থেকে নির্বাসিত করা হয়েছে। ভিনেশ কোনও জাতীয় বা ঘরোয়া কুস্তীর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।”

আরও পড়ুন:সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে বিশেষ উদ্দোগ নিল এএফআই

 

Previous articleশর্তসাপেক্ষে ১৮ আগস্ট থেকে ভক্ত সাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ
Next articleবাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু করতে তৎপরতা