শহরের মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলের বিনোদন করে ছাড়ের সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের

কোভিড আবহে দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতার মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি ৷ ফলে আয়ের পরিমাণ কমেছে সবারই ৷ এই অবস্থায় বিনোদন করে ছাড়ের আবেদন জানিয়েছিলেন মালিকপক্ষ ৷

আরও পড়ুন- উত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে

বর্তমানে ধাপে ধাপে লকডাউন উঠলেও করোনার সংক্রমণ রুখতে এখনও জারি আছে নানা বিধিনিষেধ ৷ এখনও শহরে নাইট কার্ফিউ রয়েছে ৷ ফলে গ্রাহক সেভাবে পাওয়া যাচ্ছে না ৷ এর জেরে আয়ের পরিমাণ অনেকটাই কমেছে ৷ অথচ মাল্টিপ্লেক্স ও হোটেলগুলির রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন-সহ অন্যান্য সমস্ত খরচ এখনও বহন করতে হচ্ছে কর্তৃপক্ষকে ৷

কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় ৷ সেখানেই স্থির হয়েছে, যে সমস্ত মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি কর ছাড়়ের আবেদন জানিয়েছে, তাদের সেই সুবিধা দেওয়া হবে ৷ তারই ভিত্তিতে আইনক্স কর্তৃপক্ষকে ১ লক্ষ ৯৫ হাজার ৫৫৬ টাকা, আইটিসি সোনার বাংলাকে ৪ লক্ষ ২৪ হাজার টাকা বিনোদন করে ছাড় দেওয়া হয়েছে ৷ এছাড়াও, আরও কিছু হোটেল ও মাল্টিপ্লেক্সকে কর ছাড়ের আওতায় আনা হবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে ৷

advt 19

 

Previous articleউত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে
Next articleকোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত শাস্ত্রীর, পরবর্তী কোচ হিসাবে উঠে আসছে দ্রাবিড়ের নাম