ত্রিপুরার খোয়াই থানায় তৃণমূলের যুব নেত্রী জয়া দত্তকে এক গ্লাস জল খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অভিযোগ উড়িয়ে তাঁকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ থানায় জয়ার জল খাওয়ার ভিডিও পোস্ট করে টুইট করেন শুভেন্দু।

Hereby refuting baseless allegation of the TMC Supremo that her assets weren’t even provided a glass of water in Tripura.
Would request her to accord herself the prestigious Mithya-Shree Award.
Please accept this request & kindly make us feel obliged. pic.twitter.com/pPVRyM08Hx— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 10, 2021
পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷

শুভেন্দু মিথ্যা বলছে।
জল আমাদের কর্মীরা এনে দিয়েছে।
সুদীপ, জয়ার আঘাতের চিকিৎসা না করে গ্রেপ্তারির পর রুটিন প্রেসার দেখা হয়েছে।দলবদলু আগে বলুক 2014তে BJP 16/8 খেলার জন্য পালন করলেও ও কেন এখন খেলা দিবসের বিরোধিতা করছে?
আর শিশিরদা কোন দলে ভাবা শেষ হল? https://t.co/bxmIsdt9ht
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে শুভেন্দু লেখেন, তৃণমূল সুপ্রিমোর অভিযোগ ভিত্তিহীন৷
শুভেন্দুর টুইটের পর পাল্টা তাঁকে ‘দলবদলু’ বলে তোপ দাগেন কুণাল ঘোষ৷

আরও পড়ুন– শহরের মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলের বিনোদন করে ছাড়ের সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের


তাঁর দাবি, শুভেন্দু মিথ্যা বলছে৷ জল আমাদের কর্মীরা এনে দিয়েছে৷ সুদীপ, জয়ার আঘাতের চিকিৎসা না করে গ্রেফতারির পর রুটিন প্রেসার দেখা হয়৷
