ভারতের বাণিজ্যক্ষেত্রের প্রসারতা নিয়ে নানান বক্তব্য সিআইআইএর বার্ষিক সভায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এই সভায় যোগ দিয়ে তিনি বলেন, নতুন ভারত এখন নতুন বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চললে উন্নয়ন করতে পারবে। একটা সময় যে বিদেশী বিনিয়োগকে ভারত ভয় পেত, সেই ভারতই এখন বিভিন্ন ধরনের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, ভারতের ইন্ডাস্ট্রি উন্নয়নের লক্ষ্যে নিজের নীতি ও স্ট্র্যাটেজি ঠিক করে এগিয়েছে। এক্ষেত্রে তিনি আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ তুলে ধরেন।

আরও পড়ুন- অতিমারির বিধিনিষেধ শেষে চেনা ছন্দে ঢাকা
মোদি সাফ জানান যে, ধীরে ধীরে মানুষের পছন্দ বদলে যেতে শুরু করেছে।আত্মনির্ভর ভারতের হাত ধরে তৈরি যে কোনও পণ্যকেই দেশের মানুষ বেছে নিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, মেড ইন ইন্ডিয়া’র জিনিস দেশ কিনবে বলে দেশবাসী কার্যত স্থির করে ফেলেছেন। তিনি বলেন, ভারতের কৃষকরা যেভাবে ঘরোয়া ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কিত হয়েছেন তার নেপথ্যে রয়েছে ভারতে কৃষি ক্ষেত্রে একে পর এক সংস্কার।
