ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টের পর শাস্তির মুখে পড়ল বিরাট কোহলি, জো রুটেরা

স্লো ওভার রেটের জন্য দু’পয়েন্ট কাটা গেল ভারত ও ইংল্যান্ড( India-england) দুই দলের। শুধু পয়েন্ট কাটাই নয়, শাস্তির কবলে পড়তে হল বিরাট কোহলি( virat kohli) ও জো রুটদের( joe root)। কেটে নেওয়া হল ম্যাচ ফি-র ৪০ শতাংশও।

প্রথম টেস্টে দুই আম্পায়ারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে শাস্তি মুখে পড়ল দু’দল। রিপোর্টে দুই দলের স্লো ওভার তুলে ধরা হয়েছে। নির্ধারিত সময়ে দু’ওভার পিছিয়ে ছিল ভারত এবং ইংল্যান্ড। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে, শাস্তির মুখে পড়ে তারা। সেখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হবে। সেই কারণেই ম্যাচ ফি কাটা হয়েছে দু’দলের।

ওপর দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকলে, সেই দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়া হবে। সেই নিয়ম অনুসারেই দুই পয়েন্ট কাটা গিয়েছে দুই দলের।

আরও পড়ুন:হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস

Previous articleভারতে বাণিজ্যক্ষেত্রের প্রসারে বিনিয়োগকে স্বাগত মোদির
Next articleকঠোর বিধিনিষেধ শিথিল, ১৯ দিন পর দোকান ও শপিং মল খুলল বাংলাদেশে