শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে হোম-যজ্ঞ থেকে পুজোপাঠ করলেন পুরীর মন্দিরের প্রধান সেবাইত জগন্নাথ দয়িতাপতি। পুজোর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাড়িতে জগন্নাথ দয়িতাপতি কর্তৃক আরাধনা’।

একুশে রাজ্য বিধানসভা ভোটে বিপুল জয়লাভের পর এবার লক্ষ্য ২০২৪। জাতীয় রাজনীতিতে ক্রমাগত প্রধান বিরোধী মুখ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে যখন রাজনৈতিক উত্তাপ চড়ছে, তখন কালীঘাটে নিজের বাড়িতে পুজোর আয়োজন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘আরাধনা’ করলেন জগন্নাথ দয়িতাপতি। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। পুজোর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্টও করেন।

আরও পড়ুন- করোনা আবহে এবারও ভার্চুয়াল সভা টিএমসিপি-র, বক্তব্য রাখবেন মমতা
