এবার পুলিশের জালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ভুয়ো অফিসার

শহরে ফের ভুয়ো অফিসারের (Fake Officer) হদিশ। এবার পুলিশের জালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (AFB) ভুয়ো অফিসার। ধৃতের নাম কার্তিক শীল। আজ, শুক্রবার তাকে বড়তলা থানা (Bortala PS) এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ (Koreya PS)।

পুলিশের দাবি, কার্তিক শীল নাকি নিজেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসার লোকের কাছে নিজের প্রভাবশালী হওয়ার পরিচয় দিত। নীলবাতি গাড়িতেও নিয়েও ঘুরতো অভিযুক্ত ভুয়ো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসার।

তার কাছ থেকে বেশি কিছু নথি মিলেছে। তদন্তকারীদের অনুমান, ভুয়ো নিয়োগপত্র দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়েছে ধৃত কার্তিক।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করা নিয়ে তুমুল ঝামেলায় জড়ালেন সুভাষ-মনোরঞ্জন

অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়েছে সে। ঘটনার তদন্ত নেমে কড়েয়া থানার পুলিশ জানতে পারে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, গান অ্যান্ড শেল কোম্পানির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল। চাকরি দেওয়ার নাম করে ওই যুবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা কার্তিক নিয়েছিল বলে অভিযোগ।

advt 19

 

Previous articleমুখ্যমন্ত্রীর বাড়িতে হোম-যজ্ঞে জগন্নাথ দয়িতাপতি
Next articleডামাডোলের বাজারে হঠাৎ ত্রিপুরায় রাজীব! কিন্তু কেন?