ট্রাডিশন বদলে আলিমুদ্দিনে উড়ল জাতীয় পতাকা!

দীর্ঘ ৭৪ বছর পর এই প্রথম বার সিপিআইএম আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে এবার জাতীয় পতাকা উত্তোলন করল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পতাকা উত্তোলন করেন । উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, মহ: সেলিম প্রমুখ ।

প্রথম প্রচেষ্টাতেই বিভ্রাট। উল্টো পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন বিমান বসু। কিন্তু পতাকা তোলার মুহূর্তেই তাঁর এবং পাশে থাকা সিপিএম নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর চোখে পড়ে বিষয়টি। এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন সেলিম। দ্রুতই উল্টো পতাকা নামিয়ে সোজা পতাকা তোলেন বিমান-সেলিম। এক সিপিএম নেতা বলেন, ‘‘যাঁরা পতাকা উত্তোলন কর্মসূচির প্রস্তুতির দায়িত্বে ছিলেন, তাঁদের ভুলেই হয়তো এমনটা হয়েছে। কিন্তু উল্টো জাতীয় পতাকা তোলা হয়নি। আমরা জাতীয় পতাকার মর্যাদা জানি।’’ শেষমেশ বিভ্রাটপর্ব কাটিয়ে জাতীয় পতাকা তোলায় স্বস্তি ফেরে আলিমুদ্দিনে। বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেশের সংবিধান রক্ষার শপথ নিলেন সিপিএমের নেতারা।

আরও পড়ুন – অ্যান্টিক কয়েনের গল্প ফেঁদে অপহৃত যুবক!
এদিন আলিমুদ্দিন ষ্ট্রিট থেকে শুরু করে জেলা, শাখা কমিটিগুলিতে ভারতের জাতীয় পতাকা প্রথমবারের জন্য উত্তোলন করা হয়।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, যেহেতু এ বার দেশের স্বাধীনতা ৭৫তম বর্ষে পদাপর্ণ করছে, তাই দলগত ভাবে সব পার্টি অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ।

advt 19

 

Previous articleদেশে সুগারের আধুনিক চিকিৎসা জনক বাঙালি ডাক্তার, স্বীকৃতি পেলেন মৃত্যুর ৫০ বছর পর
Next articleবাকস্বাধীনতা নিয়ে আদবানির বার্তা, ইঙ্গিত কি মোদি সরকারের দিকেই?