নিরাপত্তার খাতিরে শহরের একাধিক রাস্তায় সাইকেল নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত সমস্যায় পড়েছেন শহরবাসীর একাংশ। বিশেষ করে যাদের জীবিকা মূলত সাইকেল নির্ভর। সমস্যা সমাধানে এবার প্রশাসনের কাছে এই নিষেধজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানালেন তারা। এখন প্রশাসনের নির্দেশে শহরের ৬২টি রাস্তায় সাইকেল নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার ফলে তাদের জীবিকা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের এই দাবির সমর্থনে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনও। নিষেধাজ্ঞার ফলে যারা সমস্যায় পড়ছেন সেই তালিকায় রয়েছেন মূলত কাগজের হকার, দুধওয়ালা, গৃহ পরিচারিকা থেকে বিভিন্ন ফেরিওয়ালারা।

আরও পড়ুন- তালিবানদের হাতে আফগানিস্তান, দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট

