Sunday, November 9, 2025

বিক্ষুব্ধ বিজেপিরা সংগঠনে: কোন্দল সিপিআইএমের ইয়ং ব্রিগেডে!

Date:

Share post:

বিক্ষুব্ধ বিজেপিরা সংগঠনে আসতে কোন্দল শুরু সিপিআইএমে (Cpim)। সেও আবার একেবারেই ইয়ং এবং সাংস্কৃতিক মঞ্চের মানুষদের মধ্যে। ঘটনার সূত্রপাত একটা ছবি থেকে। ছবিটি পোস্ট করেছেন সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় (AnindaPulak Benarjee), রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya) ও পার্থসারথি দেব (Partha Sarathi Dev)। অনিন্দ্যপুলক এবং রূপা দুজনেই বিজেপির শিবিরে নাম লিখিয়েছিলেন ভোটের আগে। সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল তাঁদের। ভোটের পরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি (Bjp) ছাড়ার কথা জানিয়েছিলেন অনিন্দ্যপুলক। তবে, কোন দলে যাবেন, সে কথা জানাননি। রূপা অবশ্য নিজের রাজনৈতিক মতাদর্শের কথা কিছুই প্রকাশ করেননি।

আরও পড়ুন:তৃণমূলে এবার ‘এক ব্যক্তি এক পদ’ নীতি, রদবদল সংগঠনে

কিন্তু এই ছবি প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয় বাম শিবিরেই ঘেঁষছেন তাঁরা। আর তারপরেই আরেকটি পোস্ট সামনে আসে। সেটি করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Benarjee)। তিনি বরাবরই বামপন্থী বলে পরিচিত। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বামেদের প্রচার মঞ্চে তাঁকে বারবার দেখা গিয়েছে। এই ছবির সামনে আসতেই তিনি নিজের ফেসবুকে চরম ক্ষোভ প্রকাশ করে লেখেন,
“আমি কোনো প্রলোভন বা power এর কারণে রাজনীতি করিনা। আমার রাজনীতি একান্তই আদর্শগত। cpm এর মঞ্চে যদি ticket না পাওয়া হতাশ বিজেপি জায়গা পায় তাহলে আমি আজ এই মুহূর্ত থেকে cpm এর সাথে সম্পর্ক ছিন্ন করলাম।আমার বামপন্থা cpm এর মুখাপেক্ষী নয়। যে একবারের জন্য ও সাম্প্রদায়িক দলের সাথে জড়িয়েছে,বিশেষত সে যদি সেলিব্রিটি হয়,তার সাথে কোনোদিন এক মঞ্চে আমি থাকব না।cpm ভেবে দেখুক আমাদের প্রয়োজন,না তাদের।
রাহুল”

বিষয়টি এখানেই শেষ নয়। রাহুলের এই পোস্টটি আবার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী তথা অধ্যাপিকা ঊষসী চক্রবর্তী (Ushashi Chakraborty)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্যামল চক্রবর্তীর কন্যা ঊষসী নিজেও সিপিআইএমের কর্মী। শ্রমজীবী ক্যান্টিনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত। রাহুলের এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে তিনি লেখেন,
“বন্ধু ও সহ অভিনেতা রাহুল আজ এই post দিয়েছেন । আমি চাই ওর এই ক্ষোভ এবং এই অভিমান সহমর্মিতার সাথে বিচার করা হোক”

অর্থাৎ অনিন্দ্য এবং রূপার দলে সমর্থন নিয়ে স্পষ্টতই দ্বিধাবিভক্ত সিপিএমের ইয়ং ব্রিগেড। শতরূপ যেখানে তাঁদের স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন, সেখানে সোশ্যাল মিডিয়াতেই নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন রাহুল। আর তাঁর পাশে দাঁড়াচ্ছেন ঊষসী। সংখ্যাতথ্য যাই বলুক না কেন, ছুৎমার্গ নিয়ে সিপিআইএমের মনোভাব কিন্তু এই জেনারেশনেও বিদ্যমান, অন্তত এই কোন্দল থেকে রাজনৈতিক মহলের ধারণা এটাই।

advt 19

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...