ফের হাঁটুতে অপারেশন করবেন ফেডেরার!

আবার হাঁটুতে অপারেশন করতে হবে বলে অনির্দিষ্ট সময়ের জন্য খেলার বাইরে থাকবেন টেনিস তারকা রজার ফেডরার। ৪০ বছরের এই টেনিস তারকা গত বছরই দুই আগে হাঁটুতে অপারেশন করিয়েছিলেন। আবার সেই রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন তিনি।
কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেডেরার এবার উইম্বলডন খেতাব জিততে পারেননি।কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন। এরপর টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেন।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন ফেডেরার। তাতে তিনি বলেছেন , ‘পরের অপারেশনটি করলে কয়েক সপ্তাহ আমাকে ক্রাচ নিয়ে চলতে হবে। কয়েক মাস খেলার বাইরে থাকতে হবে।জানি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।আবার এটাই সঠিক রাস্তা নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার। আবার আগের মতো করে ছুটতে চাই আমি।

আরও পড়ুন- ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

তিনি আরও লিখেছেনে,‘আমি আশাবাদী। আবার কোর্টে ফিরতে চাই। ফিট হয়ে, ফর্ম ধরে রেখেই ফিরতে চাই। আমি বাস্তবটা বুঝি। জানি, এই বয়সে আপারেশন করিয়ে এভাবে খেলায় ফেরাটা খুব কঠিন। কিন্তু সুস্থ হয়ে উঠতে চাই।

advt 19

 

Previous articleভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২
Next articleহাইতির ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে কমপক্ষে ১২৯৭ , মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা