ঘরের এবং বাইরের, আমেরিকা এবং বিশ্বের লাগাতার সমালোচনার ঝড়ের মধ্যেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (American President Joe Biden)। সাম্প্রতিক (Afghanistan) পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার তীব্র নিন্দার জবাবে বাইডেন বলেছেন , “আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য আমেরিকা নয়। আফগানরা (Afghan) নিজেরাই দায়ী । আফগানিস্তানকে সব রকম ভাবে সহায়তা করলেও আমি নিজের সিদ্ধান্তেই অটল থাকব। দীর্ঘ ২০ বছর পর আমি বুঝেছি যে সেনা প্রত্যাহারের সঠিক সময় কোনওদিনই আসেনি”। সেনা প্রত্যাহার নিয়ে যাবতীয় সমালোচনা উড়িয়ে দিয়ে বাইডেন বলেন “আফগানিস্তানকে হাতে কলমে গড়ে তোলা কখনওই আমাদের লক্ষ্য ছিল না। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন রাশিয়া, চিন যতই সমালোচনা করুক ওরাই আমাদের আসল প্রতিদ্বন্দ্বী।

তাই রাশিয়া, চিন তো চাইবেই যে. আমেরিকা অনির্দিষ্টকালের জন্য কোটি কোটি ডলার অর্থ আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ঢেলে যাই। কিন্তু যে যতই সমালোচনা করুক আমি আমার সিদ্ধান্তে ঠিক থাকব। শুধু তাই নয় , মার্কিন প্রেসিডেন্ট সরাসরি দায়ী করেছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে । গনি কেন বিনা যুদ্ধে তালিবানদের হাতে দেশ ছেড়ে দিলো? সরকারকে বিনা বাধায় পড়ে যেতে সাহায্য করল ? তা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট । তাই আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য তার কাছে নয় জবাব চাওয়া হোক আশরাফ গনির কাছে। ”
