Wednesday, May 7, 2025

সবুজের অভিযান: তৃণমূল ছাত্র পরিষদের ব্লগ উদ্বোধনে ব্রাত্য বসু

Date:

করোনা মহামারি আবহে এবারও ভার্চুয়াল হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে নয়, একুশে জুলাইয়ের মতোই কালীঘাট থেকে ছাত্র-যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র সমাজের উদ্যোগে দলনেত্রীর সেই ভার্চুয়াল বক্তৃতা শোনা যাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকেও। সরাসরি সম্প্রচার হবে ফেসবুক, ইউটিউব ও ট্যুইটার মাধ্যমে।

আরও পড়ুন-বিচারপতির নিরাপত্তার দায় শুধু রাজ্যের নয়, কেন্দ্রকেও ব্যবস্থা নিতে হবে জানাল সুপ্রিম কোর্ট

তারই প্রস্তুতি হিসেবে ছাত্র-যুব সমাবেশ সফল করতেই মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ডিজিটাল ক্যাম্পেন। চলতি বছরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজেদের ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে একাধিক চমক থাকছে। তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের সাক্ষাৎকার এই ব্লগে থাকবে। যা আপলোড করা হবে তৃণমূলের ইউটিউব চ্যানেলেই।

মঙ্গলবার উত্তর কলকাতার মোহিত মঞ্চে এই ব্লগের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্লগের নাম “সবুজের অভিযান”, খোদ ব্রাত্য বসু এই নামকরণ করেছেন।

বাংলার ছাত্রছাত্রীদের লেখা দিয়েই ব্লগ সমৃদ্ধ হবে।ছাত্রছাত্রীদের লেখার প্লাটফর্ম। সাপ্তাহিক ভাবে প্রকাশিত হবে। কেন বাংলা নিজের মেয়েকে চায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীকেন্দ্রিক উন্নয়নের কথা লেখা থাকবে এই ব্লগে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরা হবে। প্রথম সংখ্যার সম্পাদকীয় লিখেছেন ব্রাত্য বসু। থাকছে ফটো গ্যালারিও।

ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়, মদন মিত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়। এছাড়া ব্লগে থাকবে একাধিক মানুষের লেখা। বিশিষ্ট মানুষের লেখা। প্রথমদিন বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাক্ষাতকার দিয়েই শুরু হলো ইউটিউব চ্যানেলের নতুন রূপে পথ চলা।

শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছবি-ভিডিও সহ ভ্রমণ কাহিনির ওপর বিশেষ জোর দেওয়া হবে। জেলায় জেলায় ছাত্র সংগঠন যারা সামলেছেন তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের লেখাও থাকবে। থাকবে জেলার নেতাদের বাছাই করা ইন্টারভিউ। প্রতিবছর যেখানে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান সম্পন্ন হয়, এবারও তা বাতিল হচ্ছে না। গান্ধী মূর্তির পাদদেশেই হবে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান। তবে কোভিড আবহে হবে না কোনও জমায়েত।

আরও পড়ুন-সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি, দল নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, “২৮ অগাস্ট দিনটা আমাদের কাছে আবেগ। আমাদের একটা জন্মদিনও বলতে পারেন৷ সাম্প্রতিক রাজনৈতিক আবহে এই দিনটার আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। তাই সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে একাধিক অভিনবত্ব থাকছে।” ২৮ আগস্ট উপলক্ষ্যে এবার বিশেষ গান রচনা হয়েছে। সেই গানেরও এদিন উদ্বোধন হলো।

 

Related articles

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...
Exit mobile version