Friday, January 30, 2026

সমবায় ব্যাঙ্কে অডিট হবে, বেনামি টাকা আসবে সরকারি কোষাগারে: কাকে নিশানা মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

“সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। বেনামি অ্যাকাউন্ট পেলেই টাকা সরকারি কোষাগারে চলে আসবে।” বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এরপরেই প্রশ্ন ওঠে ইঙ্গিত কার দিকে? মুখ্যমন্ত্রী বলেন, “বেনামে এক হাজার বেনামি অ্যাকাউন্ট (Account) করে রেখে দিলাম। কেউ জানতেও পারল না অথচ একটা জায়গায় হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দিলাম। ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম”।

আগেই মমতা বলেছিলেন, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে (Co-operative Bank) ইন্টারনাল অডিট হচ্ছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে। মুখ্যমন্ত্রীর নিশানায় কে ছিলেন তা স্পষ্ট হয়েছিল সেদিন।

ইতিমধ্যেই কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- পেগাসাস কাণ্ড: কেন তদন্ত কমিশন গঠন করতে হলো? জানতে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বেনামি অ্যাকাউন্টের সব টাকা সরকারি কোষাগারে আনা হবে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। অডিট করতে কেউ বারণ করেনি! অডিট সরকার করতেই পারে। বেনামি অ্যাকাউন্ট পেলেই টাকা সরকারি কোষাগারে চলে আসবে। “কোথাও কোথাও সরকারকে সদয় ও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন? ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম।”

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর নিশানায় যে কে, সেটা স্পষ্ট। advt 19

 

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...