Wednesday, May 7, 2025

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

সকাল থেকেই রোদের দেখা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার আকাশে কখনও রোদ কখনও আবার বৃষ্টির খেলা চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বিদেশমন্ত্রী জয়শংকর  

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি।ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৮০ শতাংশ। সর্বোচ্চ পরিমাণ হবে ৯৭ শতাংশ। ফলে হালকা বা মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version