Monday, November 10, 2025

“উপরে ভগবান, নীচে মমতা”, গোষ্ঠ পালের জন্মবার্ষিকীতে ইস্টবেঙ্গলকে আশার বাণী ক্রীড়ামন্ত্রীর

Date:

আজ, ২০ অগাস্ট কিংবদন্তি ফুটবলার “পদ্মশ্রী” গোষ্ঠ পালের (Gosto Pal) ১২৫তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। ইংরেজ আমলে খালি পায়ে ফুটবল খেলে বিপক্ষের তাবড় স্ট্রাইকার, উইঙ্গারদের মুখের গ্রাস কেড়ে নিতেন গোষ্ঠ পাল। সেই কারণেই তাঁকে ”চীনের প্রাচীর” বলে সম্মোধন করা হয়।

এদিন কিংবদন্তি ফুটবলারের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ময়দানে তাঁর মুর্তির সামনে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ( Sports Minister) অরূপ বিশ্বাস (Arup Biswas), প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Monojog Tiwari)-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রশাসক ও খেলোয়াড়রা। ছিলেন গোষ্ঠ পালের পরিবারের সদস্যরাও।

এদিন মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের শেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিংবদন্তি ফুটবলারের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, “গোষ্ঠ পাল ফুটবলের মাঠে চিরকালই আগামী প্রজন্মের কাছে আইকন হয়ে থাকবে। কারণ, ইংরেজ আমলে ওই সময় তিনি খালি পায়ে ফুটবল খেলে যে কৃতিত্ব অর্জন করেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। সেই সময় অত প্রতিকূলতার মধ্যে তিনি যদি এই বাংলার সন্তান হয়ে এমন কৃতিত্ব করতে পারেন, তাহলে এই যুগে এত সুযোগ সুবিধার মধ্যে নতুন প্রজন্ম কেন পারবে না?”

এখানেই শেষ নয়। অরূপ বিশ্বাস আরও বলেন, “বাংলার খেলাধুলার উন্নয়নে রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। রাজ্য থেকে বিভিন্ন খেলায় উৎসাহী নতুন প্রজন্ম যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাও করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। একইসঙ্গেবিভিন্ন ক্রীড়া সংগঠনকেও খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে বাংলার ছেলেমেয়েরাও আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।”

এরপরই ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ক্রীড়ামন্ত্রী হেসে বলেন, ” ইস্টবেঙ্গলের (East Bengal) অচলাবস্থা কেটে যাবে। যেখানে উপরে ভগবান আর নীচে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আছেন, সেখানে কোনও সমস্যাই আসলে সমস্যা নয়।”

আরও পড়ুন- বিরোধী বৈঠকে আজ মমতা-সোনিয়া

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version