Monday, August 25, 2025

সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে পোস্তা উড়ালপুলের সবচেয়ে বিপজ্জনক অংশ ভাঙার কাজ। সব ঠিকাঠাক থাকলে ২৭ অগাস্টই হাত দেওয়া হবে গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশ ভাঙার কাজ। এরজন্য মূল রাস্তার কোনও ক্ষতি হলেও তা মেরামত করে দেবে পুরসভা।

পোস্তা বাজার থেকে শুরু করে হাওড়া ব্রিজ লাগোয়া অংশ ভাঙার কাজ প্রায় শেষ বলেই জানানো হয়েছে। এবারে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর অপেক্ষা। স্বাভাবিকভাবেই বিবেকানন্দ রোডের একাংশের যান চলাচলও বন্ধ থাকবে ওই সময়। পুরসভা এবং কলকাতা পুলিশ যৌথভাবে সিদ্ধান্ত নেবে বিকল্প ব্যবস্থার ব্যাপারে। উড়ালপুলের বিপজ্জনক অংশের ডেমোলিশন অপারেশনকে ভাগ করা হয়েছে মূলত দু’ভাগে। দিনে এবং রাতে।

আরও পড়ুন: গ্রামবাংলাকে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে এবার বর্জ্য-শোধন কেন্দ্র

গ্যাস কাটার দিয়ে চাঙড় কেটে নীচে নামানোর ঝুঁকিবহুল অপারেশন চলছে রাতে। অপারেশন চলার সময় ফ্লাইওভারটি যাতে আবার ভেঙে না পড়ে তারজন্য নেওয়া হচ্ছে চরম সতর্কতামূলক ব্যবস্থা। ব্যবহার করা হচ্ছে ট্রাসাল বা অতিরিক্ত অস্থায়ী পিলার। বিমের গোড়ায় লাগানো হচ্ছে জ্যাক। সিজার লিফটে উঠে কাজ করছেন দক্ষ কর্মীরা। সব মিলিয়ে কাজে নেমেছেন ৬০ জন। তদারকিতে কে এম ডি এ-র পদস্থ ইঞ্জিনিয়াররা। কাজ চলার সময় সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই এলাকায়। নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থেই।

কে এম ডি এ-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, কাজের অগ্রগতি সন্তোষজনক। ২০১৬-র মার্চে দিনের বেলায় আচমকাই ভেঙে পড়েছিল পোস্তায় নির্মীয়মান ফ্লাইওভার। হতাহত হয়েছিলেন বহু মানুষ। দুর্ঘটনার কারণ এবং সেতুর অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় একটি বিশেষজ্ঞ কমিটি।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version