জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রুপো ভারতের শৈলি সিংয়ের

নাইরোবিতে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ভারতকে রুপো এনে দিলেন ১৭ বছরের শৈলি সিং। অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন কেরলের এই অ্যাথলিট।

১৭ বছর আগে প্যারিসে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে লং জাম্পে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন অঞ্জু ববি জর্জ। এবার তাঁরই ছাত্রী বিশ্ব অ্যাথলেটিক্স মিট থেকে দেশকে পদক এনে দিলেন।

আরও পড়ুন-চুক্তিজট অব্যাহত, মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা

ভারতের উদীয়মান লং জাম্পার দুর্দান্ত পারফরম্যান্স করে ৬.৫৯ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়েছেন। মাত্র ০.০১ মিটারের (১ সেন্টিমিটার) জন্য দ্বিতীয় হলেন শৈলি। ৬.৬০ মিটার লাফিয়ে সোনা জিতলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সুইডেনের মাজা অ্যাসক্যাফ।

advt 19

 

Previous articleচুক্তিজট অব্যাহত, মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা
Next articleব্রেকফাস্ট নিউজ