Monday, November 10, 2025

এবার ঘরে বসে ক্লিক করলেই ঘরের দুয়ারে হাজির হবে ‘সহায়ক’-এর অ্যাম্বুলেন্স পরিষেবা

Date:

করোনা আবহে আমদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য একগুচ্ছ অ্যাপ পেয়েছি। যেখানে বাজারে না গিয়েও পছন্দমত জামাকাপড় কেনা থেকে শুরু করে পছন্দসই রেস্তোরাঁর খাবার , বাজারে না গিয়েও শাকসব্জি, মাছমাংস, দুধ এমনকী চাল,ডালও পেয়েছি একাধিক অ্যাপের মাধ্যমে। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটেছে তাঁর আত্মীয়দের। অনেকক্ষেত্রেই লকডাউনের জেরে হাসপাতালে নিয়ে যেতে রোগীর আত্মীয়দের ছুটতে হয়েছে এ দুয়ার থেকে ও দুয়ার। অ্যাপে  ওষুধ মিললেও অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুক করা একরকম দুরস্থ। তবে এবার হঠাৎ অসুস্থ হলে আর এখান ওখান ছুটতে হবে না। হয়রানির দিন শেষ করে ঘরে বসেই বুক করে ফেলুন অ্যাম্বুলেন্স। ঘরের দুয়ারেই হাজির হবে ‘সহায়ক’।

আরও পড়ুন: ঐক্য ও সম্প্রীতির সুতোয় বাঁধা বাংলা, সিংহ গর্জনই থমকে দেবে বঙ্গভঙ্গের অপচেষ্টা

কেবলমাত্র স্বাস্থ্য পরিষেবা দিতে এক অনবদ্য অ্যাপ নিয়ে এল সহায়ক(SOHAYAK)। গুগল অ্যাপে বা প্লে স্টোরে গিয়ে আপনাকে শুধুমাত্র এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনি ঘরে বসে আপনার বাড়ির লোকেশন ও হাসপাতাল বা নার্সিংহোমের ডেস্টিনেশন লোকেশন সিলেক্ট করলেই আপনার ঘরের সামনে হাজির হবে সহায়কের অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, এসি বা নন এসি অ্যাম্বুলেন্সও পছন্দসই নেওয়া যাবে। প্রত্যেকটি আম্বুলেন্সের মধ্যেই থাকবে উন্নত অক্সিজেন পরিষেবা। এমনকি ইমার্জেন্সি মেডিক্যাল পরিষেবা, যেমন নন এসি বা এসি ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট বহনকারী গাড়ি এবং শবদেহবহনকারী গাড়িও বুক করতে পারবেন। এসব কিছু আপনার সাধ্যের মধ্যে রয়েছে কিনা, তাও জানতে পারবেন বুকিং -এর সময়ই। কারণ বুকিং-এর আগেই আপনাকে লোকেশন অনুযায়ী একটি এসটিমেট ফেয়ার দেখিয়ে দেবে। যাতে করে আপনি জানতে পারবেন গাড়ির খরচ ঠিক কত হতে পারে।

SOHAYAK অ্যাপ কিন্তু পুরোটাই স্বাস্থ্য পরিষেবার জন্য ব্যবহৃত একটি অ্যাপ। রোগী গাড়িতে ওঠার আগেই যেমন ভাড়া দেখিয়ে দেয়, তেমনই আপনার হাসপাতালে পৌঁছনোর রাস্তায় রোগী হঠাৎ বেশি অসুস্থ বোধ করলেও Nearby Hospital e ক্লিক করলেই কাছের হাসপাতালের অথবা নার্সিংহোমের যাবতীয় তথ্য পেয়ে যাবেন অনায়াসে।  এছাড়াও রয়েছে আরও অনেকরকম সুবিধা।

চিকিৎসকেদের মতে, আজকের দিনে এমন একটি অ্যাপ খুবই উপযোগী। করোনা আবহ ছাড়াও একাধিক সময়ে আমাদের আত্মীয় -পরিজন দূরে থাকায় অনেকসময় হাসপাতাল নিয়ে যাওয়ার আগে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের অভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। তাই এহেন সময়ে SOHAYAK অ্যাপ প্রত্যেকের ক্ষেত্রেই খুবই সহায়ক।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version