মাটির নীচে ১৩ লক্ষ বছরের পুরনো অস্ত্র-কারখানা!

আদিম মানুষ এবং তাদের বিস্তার, এই নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। প্রাচীনকালে মানুষ কীভাবে বেঁচে থাকতো, কীভাবে শিকার করতো, জীবনযাপন করতো-এই নিয়ে বিস্তর গবেষণা চলছে প্রতিনিয়ত। উঠেও আসছে নতুন নতুন সব অজানা তথ্যও। বিভিন্ন গবেষণা থেকে ধরে নেওয়া হয়েছিল যে, আগুন আবিষ্কারের পূর্ববর্তী আদিম মানুষের উৎপত্তি ৩ লক্ষ বছর আগে। কিন্তু সম্প্রতি এক অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই ধারণা সম্ভবত বদলাতে চলেছে। ওই অস্ত্র উদ্ধারের পর পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি কমপক্ষে ১৩ লক্ষ বছরের পুরোনো। গবেষকরা অনুমান করছেন, আদিম মানুষ হয়তো ১৩ লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল।

সম্প্রতি মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছেই একটি এলাকায় খননকার্য চলছিল। সে সময়ে ভূগর্ভের নিচে একটি স্থান থেকে বেশ কিছু প্রাচীন অস্ত্রশস্ত্র উদ্ধার করেন গবেষকরা। ফ্রাঙ্কো মরোক্কান প্রিহিস্ট্রি অফ কাসাব্লাঙ্কা নামে এক প্রকল্পের অধীনে এই গবেষণা চলছে। ওই প্রকল্পের অন্যতম পরিচালক আবদার রহিম মোহিব জানিয়েছেন, আফ্রিকায় প্রস্তর শিল্পের আবির্ভাব কোন সময় হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্কের অবসানে এই অস্ত্র উদ্ধার একটি বড় মাপের ঘটনা। এতদিন মরক্কোর অনেকেই মনে করতেন যে, প্রাচীন মানব সভ্যতার শুরু হয়েছিল ৩ লক্ষ বছর আগে। কিন্তু এই অস্ত্র উদ্ধার সেই ধারণায় বদল আনতে চলেছে। খনন কাজ চলাকালীন গবেষকরা মাটির নিচে একটি অস্ত্র তৈরির জায়গা খুঁজে পেয়েছেন। সেখানে পাথরের বেশ কয়েকটি কুড়াল উদ্ধার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, ওই কুড়ালগুলি ১৩ লক্ষ বছরের পুরানো। গবেষকদের দাবি, এই আবিষ্কার আদিম সভ্যতার প্রকৃত বয়স সম্পর্কে ধারণা বদলে দেবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগের ছাড়পত্র

advt 19

 

Previous articleকরোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগের ছাড়পত্র
Next articleকলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলকে রেখেই নতুন সূচি প্রকাশ আইএফএর