Sunday, August 24, 2025

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ১০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

Date:

Share post:

পুরো ঘটনা রুপোলি পর্দার চিত্রনাট্যকেও হার মানাবে। প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো, তারপরে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত। আচমকা এই হামলায় ‘টার্গেট’ বেসামাল হতেই হাত থেকে ১০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা।আক্রান্ত ব্যক্তির নাম বরুণ প্রামাণিক।তিনি ব্যবসার টাকা ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন।সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ায়। পুলিশ এই ঘটনায় আপাতত দু’জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকড়া এলাকার একটি মদের দোকানের দীর্ঘদিনের কর্মচারী বরুণবাবু একটি বাজারের ব্যাগে করে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কে জমা করতে। দোকান থেকে হাঁটাপথেই যাওয়া যায় ব্যাঙ্কে।তিনি প্রায় রোজদিনই এই কাজ করেন।সোমবার দোকান থেকে বেরিয়ে কিছুটা এগোতেই দুই বাইক আরোহী হঠাৎই এসে তাঁর সামনে দাঁড়ায়। বরুণবাবু কিছু বুঝে ওঠার আগেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় তারা। তারপর ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে মাথায়। একে চোখে জ্বালা, সঙ্গে মাথায় যন্ত্রণায় কাতরাতে থাকা বরুণবাবুর টাকার ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। সিসিটিভি’র ফুটেজে দেখা গিয়েছে, তারা জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়ার দিকে যাচ্ছে। এদিকে, তারা পালানোর সময় ব্যাগ থেকে এক লক্ষ টাকার একটি বান্ডিল রাস্তায় পড়ে যায়।
মদের দোকানের পক্ষ থেকে বাঁকড়া আউটপোস্টে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, লুঙ্গি পরা স্থানীয় এক বাসিন্দা দুষ্কৃতীদের ইঙ্গিত করে ওই কর্মচারীকে চিনিয়ে দিচ্ছে। তাছাড়া রাস্তায় যে টাকার বান্ডিলটি পড়ে গিয়েছিল, সেটি সে-ই তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ ওই ‘টিপার’ সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাদের জেরা করে দুই ছিনতাইকারীকে পাকড়াও করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
জখম বরুণ প্রামাণিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি জানিয়েছেন, গত ৩০ বছর ধরে আমি এই কাজ করছি। কোনওদিন এমন ঘটনা ঘটেনি। এদিন যখন আমার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়, তখন অসম্ভব চোখ জ্বালা করছিল। কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার উপর মাথায় আঘাত করা হয়। চারদিক যখন অন্ধকার, তখনই টাকার ব্যাগ ছিনতাই করে পালাল ওরা।

advt 19

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...