সরকারি সম্পত্তি বিক্রি করার গোপন ব্লু প্রিন্ট প্রকাশ্যে আসতেই তোপের মুখে কেন্দ্র

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলছেন সরকারি সংস্থা, সরকারি সম্পত্তি বিক্রি করছে না কেন্দ্র। কিন্তু ঝুলি থেকে বেরিয়ে পড়েছে আসল তথ্য। সরকারের গোপন পরিকল্পনা প্রকাশ্যে আসতেই অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের হাতে সে রিপোর্ট আসতেই বিরোধী তোপের মুখে কেন্দ্র। সেই রিপোর্টে দেখা যাচ্ছে রেল, বিদ্যুৎ, স্টেশন, রাস্তা, খনি বিক্রি করার ব্লুপ্রিন্ট তৈরি। কী কী বিক্রি করছে কেন্দ্র? কোন কোন সংস্থা বেসরকারি হাতে দিতে চলেছে কেন্দ্র?

 

১. ২৮,৭০০ কিলোমিটার জাতীয় সড়ক, টাকার অঙ্ক ১.৬ লক্ষ কোটি

 

২. ৪০০ স্টেশন আর ১৫০টি ট্রেন, টাকার অঙ্ক ১.৫ লক্ষ কোটি

 

৩. বিদ্যুতের ৪২,৩০০ সার্কিট কিলোমিটার বিদ্যুতের লাইন, টাকার ৬৭ লক্ষ কোটি

 

৪. ৮০০০ কিলোমিটার ন্যাশনাল গ্যাস পাইপ লাইন, টাকার অঙ্ক ২৪ লক্ষ কোটি

 

৫. ৫০০০ মেগাওয়াটের হাইড্রো, সোলার উইন্ড অ্যাসেট, টাকার অঙ্ক ৩২ লক্ষ কোটি

 

৬. IOC ও IPCL এর ৪০০০ কিলোমিটার পাইপ লাইন, টাকার অঙ্ক ২২ লক্ষ কোটি

 

৭. BSNL ও MTNL টেলিকম টাওয়ার, টাকার অঙ্ক ৩৯ লক্ষ কোটি

 

৮. ১৬০টি খনি, টাকার অঙ্ক ৩২ লক্ষ কোটি

 

৯. ২১টি এয়ারপোর্ট এবং ৩১টি বন্দর, টাকার অঙ্ক ৩৪ লক্ষ কোটি

 

১০. ২টি স্পোর্টস স্টেডিয়াম, টাকার অঙ্ক ১১ লক্ষ কোটি

 

advt 19

 

 

Previous articleআজ জি- ৭ গোষ্ঠীর বৈঠক , তালিবান নিয়ে বাইডেন কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব
Next articleবিশ্বভারতী: উপাচার্যের রাজরোষ, তিন পড়ুয়ার পর এবার বরখাস্ত দুই অধ্যাপক