Wednesday, January 14, 2026

মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Date:

Share post:

সোমবার রায়গড়ে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? এরপরই রানে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জেরে উত্তাল মহারাষ্ট্র-রাজনীতি।

রানের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন শিব সেনার সদস্যরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে পুনেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে রানের বিরুদ্ধে। সূত্রের খবর, আজই তিনি গ্রেফতার হতে পারেন।

আরও পড়ুন: কাবুল থেকে ইউক্রেনের বিমান ‘অপহরণ’!

অন্যদিকে, শিবসেনা সাংসদ বিনায়ক রাউত রানের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি জানিয়েছেন রাউত। ইতিমধ্যেই, কেন্দ্রীয় মন্ত্রী রানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে রত্নগিরি আদালত। নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, পুলিশের একটি দল আগামী দু’ঘণ্টার মধ্যেই চিপলুন পৌঁছবে। রানেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে নীতেশ রানে ট্যুইট করে দাবি করেছেন, জুহুতে তাঁদের বাড়ির বাইরে জড় হওয়ার পরিকল্পনা করছেন যুব সেনার সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মুম্বই পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছেন রানে-পুত্র নীতেশ।
advt 19

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...