দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি কমলা সতর্কতা

বৃষ্টির জেরে নাকাল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বুধবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতাও। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর, প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন: নির্দেশ মুখ্যসচিবের

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে গোরখপুর ও পুর্ণিয়া হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে৷

আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিমা বায়ু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে একেবারে উত্তর-পূর্বে। পাশাপআশি সিকিম ও বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ কলকাতায় প্রবল বৃষ্টি না হলেও আকাশ সাধারণ মেঘলা থাকবে। পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রির আশেপাশে।

advt 19

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleপঞ্জশিরে সালেহ বাহিনীর প্রতিরোধ, নাকাল তালিবানের বহু জঙ্গির মৃত্যু