অসমে সাতটি ট্রাকে আগুন লাগাল দু্ষ্কৃতীরা, নেপথ্যে DNLA ?

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি :

অসমে সাতটি ট্রাকে আগুন লাগাল দু্ষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি জ্বলে যাওয়া লাশ ৷ আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ডিমাহাসাউ থানার অন্তর্গত ডিসমাও গ্রামের কাছে উমরাংসু লঙ্কা রোডের রঙেরবিল এলাকায় ৷ডিমাহাসাউ জেলার এসপি জয়ন্ত সিং জানিযেছেন, মোট ৯ টি ট্রাক কয়লা ও অন্যান্য সামগ্রী নিয়ে একটি সিমেন্ট কারখানা থেকে পার্শ্ববর্তী হোজাই জেলার লঙ্কায় যাওয়ার পথে রঙেরবিল এলাকায় এই ঘটনা ঘটে ৷ মৃতরা সকলেই ট্রাকের চালক ও খালাসি ৷ এলাকাটি প্রত্যন্ত হওয়ায় প্রাথমিক খবর আসতে একটু দেরি হয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অসম পুলিশ ও  অসম রাইফেলসের জওয়ানরা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ৷

আরও পড়ুন – শৈলেনের কাছে ৪ হাজার কোটির ধাতু!মানতে পারছেন না স্ত্রী পিয়ালি
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (DNLA)-এর মদতপুষ্ট জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ সিমেন্ট কোম্পানি থেকে তাদের দাবি মতো টাকা না পাওয়ার ফলে ডিএনএলএ এই ট্রাকগুলিকে জ্বালিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advt 19

 

Previous articleবাংলা পক্ষর আন্দোলন , রাজ্য বিদ্যুৎ পর্ষদের চাকরির পরীক্ষায় বাংলা
Next articleতৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর হামলা, কড়া প্রতিক্রিয়া দিয়ে ত্রিপুরার পথে কুণাল