Sunday, November 9, 2025

এবার দুর্গাপুজোতেও ‘খেলা হবে’, চমক-থিম ভবানীপুরে

Date:

Share post:

একুশের নির্বাচনের আগে রাজনীতির ময়দান কাঁপিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। ভোট ময়দান ‘খেলা হবে’ স্লোগানে উত্তাল হওয়ার পর এবার দুর্গাপুজো মাতাতে আসছে ওই ‘খেলা হবে’। তবে পুজোর আসরে এটি আর স্লোগান নয়, বদলে গিয়েছে থিম-এ।

মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো অর্থাৎ ভবানীপুর দুর্গোৎসব সমিতির দুর্গোপুজোর মণ্ডপের থিম এবার ‘খেলা হবে’। পুজোকর্তারা জানিয়ে দিয়েছেন, ‘খেলা হবে’ থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। খেলা-ই এখানে মূল কথা। পুজো উদ্যোক্তাদের ব্যাখ্যা, খেলার আবহে দেবী দুর্গার পুজো হলে কেমন হত? এই ভাবনাকেই ভিত্তি করে এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির থিম ‘খেলা হবে।’

আরও পড়ুন- বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বহিষ্কৃত মহিলা মোর্চার সভানেত্রী যোগ দিলেন তৃণমূলে

সবুজ মাঠে খেলার পটভূমিতে আবির্ভূতা হবেন দেবী। একচালার প্রতিমা। মা আসবেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের কাঁধে চেপে। সামনে থাকবেন পাহারাদাররা। খেলার পরিবেশ ফুটিয়ে তুলতে ওই পাহারাদারের মধ্যেই বর্শা হাতে থাকবেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। মণ্ডপ জুড়ে থাকবে বিভিন্ন খেলার সরঞ্জাম। থাকবে প্রায় বিলুপ্ত হওয়া বিভিন্ন খেলা। পুজো কমিটির এক কর্তা বলেছেন, “করোনা পরিস্থিতিতে শিশুরা এখন ঘরবন্দি। তাদের কাছে খেলা মানে এখন মোবাইল গেম। কিন্তু খেলার অর্থ মাঠে নেমে খেলা। এই ভাবনা থেকেই আমাদের এই থিম৷’’ তিনি বলেছেন, “এবার ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের সময় ঠিক করলাম পুজোতেও ‘খেলা হবে’ বিষয়টি ব্যবহার করব। পুজোয় অনেক চমক অপেক্ষা করছে।” ভবানীপুরের এই পুজোর থিমশিল্পী সৌমেন ঘোষ প্রতিমা গড়ছেন। কাজ চলছে তাঁর ডুমুরজলার ওয়ার্কশপে৷ শিল্পীর কথা, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনেপ্রাণে খেলা ভালবাসেন। তাঁর জন্যই আজ ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারছে। খেলার প্রতি তাঁর ভালবাসাকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রচেষ্টা।’’

advt 19

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...