জুভেন্তাস ছাড়ছেন রোনাল্ডো, পরবর্তী গন্তব্য ম‍্যানসিটি! জল্পনা তুঙ্গে

তবে কি এইবার ম‍্যাঞ্চেস্টার সিটির( Manchester City) জার্সি গায়ে চাপাতে চলেছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো( Ronaldo)? জল্পনা সেই দিকেই। শুরুতে পর্তুগিজ তারকাকে নিতে আগ্রহী না থাকলেও, সূত্রের খবর এবার রোনাল্ডোকে নিতে আগ্রহ দেখাতে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ারের লিগে এই ক্লাবটি। সিআরসেভেনকে  দু’বছরের চুক্তি প্রস্তাবও দেওয়া হয়েছে।

জুভেন্তাসের শর্ত অনুযায়ী ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি নয় ম‍্যানসিটি। এমনকি, জুভেন্টাসে প্রতি মরশুমে যে বেতন পেতেন রোনাল্ডো, সেটিও দিতে পারবে না সিটি। জানা গিয়েছে, প্রতি মরশুমে রোনাল্ডোকে ১৫-১৭ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি ম‍্যানসিটি। এই নিয়ে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডসের সঙ্গে এক প্রস্থ কথাও বলেছে।

চলতি মরশুমে প্রথম ম‍্যাচে প্রথম একাদশে রোনাল্ডোকে দলে নামাননি অ‍্যালেগ্রি। জানা গিয়েছে, জুভেন্তাস কর্তৃপক্ষের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না রোনাল্ডোর। ফলে রোনাল্ডোর জুভেন্তাস ছাড়া যে একপ্রকার নিশ্চিত ছিল, তা বলাই যায়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস