হৃষীকেশগামী হাইওয়েতে ভেঙে পড়ল রানিপোখরি সেতু

উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে হৃষীকেশগামী হাইওয়েতে ভেঙে পড়ল রানিপোখরি সেতু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই দুর্ঘটনার জেরে সেতু থেকে যখান নদীতে পড়ে যায় কমপক্ষে একডজন গাড়ি। দুর্ঘটনার বেশ কয়েক জনের আহত হওয়ার খবর সামনে এলেও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে সাহায্য চেয়ে তালিবানের সঙ্গে সাক্ষাৎ জইশ প্রধান মাসুদ আজহারের
ঘটনার জেরে বিপর্যস্ত ওই পথে যান চলাচল। হৃষীকেশগামী উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনের সঙ্গে হৃষীকেশের মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাস্তাটি। এদিন সেই রাস্তার ওপর সেতুটি ভেঙে পড়ায় স্বাভাবিক ভাবেই ব্যাহত হয়েছে যান চলাচল।ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই দেরাদুন ও হৃষীকেশের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হৃষীকেশগামী সমস্ত গাড়িকে নেপালি ফার্ম এলাকা হয়ে ঘুরে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

 

Previous articleকলকাতা পুলিশ হাসপাতালের দায়িত্ব নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর
Next articleত্রিপুরা: ছাত্রী নিগৃহে বিচার চেয়ে থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল কুণাল-শান্তনু