কলকাতা পুলিশ হাসপাতালের দায়িত্ব নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর

এবার কলকাতা পুলিশ হাসপাতাল (Kolkata Police Hospital ) হাতে নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এসএসকেএমের তত্ত্বাবধানে অ্যানেক্স হাসপাতাল হিসেবে পরিষেবা দিতে তৈরি হচ্ছে কলকাতা পুলিশ হাসপাতাল।  সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই মিলবে এই পরিষেবা।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কলকাতা পুলিশ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য হাসপাতালের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি হাসপাতাল মেডিকাকে। মে মাসের ২৪ তারিখ থেকে কলকাতা পুলিশ হাসপাতালে পরিষেবা দিতে শুরু করে মেডিকা। পরিকাঠামো উন্নয়ন করে অত্যাধুনিক মেডিক্যাল সরঞ্জাম নিয়ে শুরু হয় পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়ালি পরিষেবার সূচনা করেন। তারপর থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত পুলিশ হাসপাতালে তাদের পরিষেবা দিয়েছে মেডিকা কর্তৃপক্ষ। তবে এবার এই পুলিশ হাসপাতালের দায়িত্ব নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। লালবাজার সূত্রের খবর, মেডিকা কর্তৃপক্ষ পুলিশ হাসপাতালের দায়িত্ব ছাড়ছে চলতি সপ্তাহেই। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য দফতর পুলিশ হাসপাতালের দায়িত্ব নিয়ে তুলে দিচ্ছে এসএসকেএম (SSKM) কর্তৃপক্ষকে। স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের মধ্যে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিল এসএসকেএম কর্তৃপক্ষ। এসএসকেএম সূত্রে খবর, পুলিশ হাসপাতাল তাদের হাতে হস্তান্তর হলে সেটি অ্যানেক্স হাসপাতাল করা হবে। সেখানে পুলিশ কর্মীদের যেমন চিকিৎসা পরিষেবা মিলবে, তেমন সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থাও থাকবে। লালবাজার সূত্রে খবর, এসএসকেএম কর্তৃপক্ষ পুলিশ হাসপাতালে পরিষেবা দিলেও তাতে পুলিশ কর্মীদের জন্য ২৫-৩০ শতাংশ বেড সংরক্ষিত থাকবে। বাকি ২৫০ থেকে ৩০০ বেড থাকবে সাধারণ মানুষের জন্য। অগাস্টের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়ে যাবে। পরিষেবা শুরুর সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে সাহায্য চেয়ে তালিবানের সঙ্গে সাক্ষাৎ জইশ প্রধান মাসুদ আজহারের

advt 19

 

Previous articleকাশ্মীর ইস্যুতে সাহায্য চেয়ে তালিবানের সঙ্গে সাক্ষাৎ জইশ প্রধান মাসুদ আজহারের
Next articleহৃষীকেশগামী হাইওয়েতে ভেঙে পড়ল রানিপোখরি সেতু