টোকিও প্যারালিম্পিক্সে( Tokyo Paralympics) প্রথম পদক ভারতের। টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনাবেন প্যাটেল(Bhavinaben Patel) । এই পদক জয়ের পরেই ইতিহাস গড়লেন তিনি। তবে এদিন সোনা জয় অধরা রয়ে গেল ভাবিনাবেনের। ফাইনালে তিনি স্ট্রেট গেমে হারলেন চিনের ঝৌ ইংয়ের কাছে। ম্যাচের ফল ৭-১১, ৫-১১, ৬-১১।

ম্যাচের প্রথম থেকেই দাপট দেখান ঝৌ ইংয়। তাঁর একের পর এক ব্যাকহ্যান্ডের দাপটে দিশেহারা হয়ে যান ভাবিনাবেন। দুরন্ত খেলে আসা ভাবিনাবেনের কাছে এদিন যেন ছিল না কোন উত্তর। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। এই হারের সোনা জয় না হলেও, রুপো জিতল ভাবিনাবেন। এই পদক জয়ের সঙ্গে সঙ্গে প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস