আজ জাতীয় ক্রীড়া দিবস ( National sports day)। জাতীয় ক্রীড়া দিবসে এক অনন্য ভাবে পালন করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ( sachin Tendulkar)। জাতীয় ক্রীড়া দিবসে বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটালেন তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সচিন।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সচিন, সেখানে দেখা যায়, বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি। এবং সেখানে তিনি লেখেন,” স্পোর্টস পারে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থতিতেও আশা এবং আনন্দ দিতে। এই জাতীয় ক্রীড়া দিবসে আমি বলতে চাই, খেলাকে অভ্যাস বানিয়ে ফেলতে হবে। আমাদের আনন্দে রাখে এই খেলা। আমাদের মধ্যে ঐক্য আনে এই খেলা।”

Sport brings hope and joy even in the most challenging circumstances. This #NationalSportsDay, make playing a habit. Keep ourselves and those around us happy. pic.twitter.com/LUMF2N4wUx
— Sachin Tendulkar (@sachin_rt) August 29, 2021
আরও পড়ুন:শেষ মুহূর্তে দলগঠনে নেমেও সমস্যায় এসসি ইস্টবেঙ্গল
