ভোট-পরবর্তী হিংসা তদন্তে সোমবার বীরভূমে সিবিআই

ভোট পরবর্তী হিংসা (post poll voiolance) মামলার তদন্ত করতে আজ সোমবার বীরভূমে পৌঁছল সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । আদালতের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তদন্ত করতে যাচ্ছে সিবিআই এর দল । ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমে বেশ কয়েকদিন ধরেই রয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। শান্তিনিকেতনে বিজেপি (BJP) সমর্থক এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল । এদিন সেই ঘটনার বিস্তারিত বিবরণ নিতে শান্তিনিকেতন থানায় যান সিবিআই (CBI) অফিসাররা। বীরভূম জেলায় এনিয়ে তিনদিন তদন্তের কাজে রয়েছেন সিবিআইয়ের তদন্তকারীদের দল। এদিন নির্যাতিতার বাড়িতে সিবিআই অফিসাররা। তবে

জানা গিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশকে বাড়িতে ঢুকতে দিতে আপত্তি জানিয়েছে সিবিআই।

advt 19

 

Previous articleজন্মাষ্টমীতে খুঁটি পূজার মাধ্যমে দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল একডালিয়া এভারগ্রিনে
Next articleএটা অপরাধ: দলীয় সভায় ভিড় দেখে কেন এই মন্তব্য বিমানের!