Friday, December 26, 2025

রাক্ষুসে বাড়িতে পুতনার পুজো! কোথায় জানেন?

Date:

Share post:

তারকা, শূর্পনখা, হিড়িম্বা, পুতনা- পৌরাণিক কাহিনীতে এঁদের পরিচয় পাওয়া যায়। কিন্তু তাঁদের পুজো হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষ্মণ, শূর্পনখার নাক কাটায় লঙ্কাকাণ্ডের সূত্রপাত। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিলেন কংস। হিড়িম্বকে বধ করে হিড়িম্বাকে বিয়ে করেছিলেন ভীম। পৌরাণিক কাহিনীতে যদিও দেবগণের সঙ্গে অসুরকুলের দ্বন্দ্ব, তবে মর্ত্যে কিন্তু বেশ কিছু জায়গায় পূজিত হন তাঁরা। চন্দননগর (Chandannagar) নীচুপট্টিতে রাধাগোবিন্দ বাড়ি রাক্ষুসে বাড়ি নামে খ্যাত। এখানে রাধাগোবিন্দের মন্দিরে রাক্ষুসীর অধিষ্ঠান। তাঁর নিত্য পুজো হয়।মূর্তির কোলে শিশু কৃষ্ণ। কংস কৃষ্ণকে মারতে পুতনাকে পাঠিয়েছিল, কৃষ্ণকে স্তন্যপান করিয়ে মারার চেষ্টা করেছিল পুতনা। সেই মূর্তি প্রতিষ্ঠা হয় চার পুরুষ আগে চন্দননগর অধিকারী বাড়িতে।0 রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয় চন্দননগরে ফরাসিদের আগমনের আগে।বর্তমান পুরুষ গৌর অধিকারীর (Gour Adhikari) দাদু স্বপ্নাদেশ পেয়ে রাক্ষুসী মূর্তি প্রতিষ্ঠা করেন।

 

নীচুপট্টি অধিকারী বাড়ির মন্দিরে ঢুকলেই চোখে পড়বে রাক্ষুসী মূর্তি। ভক্তি ভরে পুজো হয় তাঁর। মন্দিরে ভিতরে রাধাগোবিন্দ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নিত্য পুজো হয়। সঙ্গে তিন বেলা ভোগ। রাক্ষুসী বাড়ির পরিচিতি হওয়ায় অনেকেই দেখতে আসেন। তবে জগদ্ধাত্রী পুজো ও রথের সময় সবথেকে বেশি লোক সমাগম হয়।

 

তবে, সেই রাক্ষুসী মন্দিরের বর্তমানে ভগ্নদশা। প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানিয়েছে অধিকারী পরিবার।গৃহকর্ত্রী ছবি অধিকারী (Chobi Adhikari) বলেন, এই মন্দিরের প্রাচীন ইতিহাস রয়েছে। এখনও অনেক মানুষ আসেন মন্দিরে। বহু পুরোনো এই মন্দিরের সংস্কার প্রয়োজন। গৌর অধিকারী বলেন, সংস্কারের জন্য চন্দননগর পুর নিগমকে চিঠি দেওয়া হয়েছে। এখন প্রশাসনের সাহায্যের আশায় অধিকারী পরিবার।

advt 19

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...