যদি কোনও আফগান বা বিদেশী নাগরিক আফগানিস্তান ছাড়তে চান সেক্ষেত্রে তাদের নিরাপদে আফগানিস্তান(Afghanistan) ছাড়ার ব্যবস্থা করতে হবে, এই মর্মে প্রস্তাব পাস হলো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে(UN security council)। সোমবার ১৩ টি দেশের সমর্থনে পাস হয়েছে এই প্রস্তাব। প্রস্তাবের বিপক্ষে কোন ভোট না পড়লেও রাশিয়া(Rassia) এবং চিন(China) এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

UNSC adopts resolution on Afghanistan – 13 in favour, 0 against and 2 abstentions by Russia and China
(In the photo is Foreign Secretary Harsh Vardhan Shringla who is chairing the UNSC meet( pic.twitter.com/g1TlQYl0Fw
— ANI (@ANI) August 30, 2021
সোমবার কাবুল ছেড়েছে মার্কিন সেনাবাহিনী(American army)। আর সেই দিনই রাষ্ট্রপুঞ্জে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে যে আফগান বা বিদেশি নাগরিকরা কাবুল (Kabul) ছাড়তে চাইছেন, তাঁদের নিরাপদে আফগানিস্তান ছাড়ার ব্যবস্থা করতে হবে। মহিলা, শিশু ও সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে প্রস্তাবে। পাশাপাশি প্রস্তাব প্রসঙ্গে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harshvardhan Shringla) জানান, পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না।
আরও পড়ুন:‘প্রাচীন ঐতিহ্য’ ফেরাতে মথুরায় মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পৌরহিত্যের দায়িত্ব ছিল ভারতের ওপর। এই প্রস্তাব পাশের সময় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পৌরোহিত্য করেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
