শুভ ঘোষকে ( Subha Ghosh) সই করাল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। মঙ্গলবার কেরালা ব্লাস্টার্সের ( kerala Blasters Fc) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, এক বছরের জন্য লোনে এসসি ইস্টবেঙ্গলে আসছেন শুভ। গত মরশুমে কেরলা ব্লাস্টার্সে ছিলেন শুভ।

The club has reached an agreement with SC East Bengal for a season-long loan for Subha Ghosh.
Go well, Blaster! 💛#YennumYellow pic.twitter.com/N1kYnzxWJ8
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) August 31, 2021
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই জোড় কদমে দলগঠনের কাজে নেমে পড়ে এসসি ইস্টবেঙ্গল। অমরজিত সিং কিয়ামকে ইতিমধ্যেই সই করিয়ে নিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর, আদিল খান, রোমিও ফার্নান্ডেজ, জয়নেয়ার লোরেঙ্কোর সঙ্গে কথা পাঁকা হয়ে গিয়েছে লাল-হলুদের।
গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে শুভ ঘোষকে নিয়ে বেশ বিতর্কে জড়িয়ে ছিল এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। তবে শেষ অবধি দুই বছরের জন্য কেরালায় যোগ দেন শুভ। ২০১৯-২০ মুরশুমে মোহনবাগানের হয়ে দুরন্ত খেলেন তিনি।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়
