আল কায়দার মন্তব্যে কাশ্মীর নিয়ে উদ্বেগ

এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে নেমে পড়ল আল কায়দা। আফগানিস্তান নিয়ে উল্লাসের সঙ্গে কাশ্মীর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য। যা নিশ্চিতভাবেই উদ্বেগে ফেলবে নয়াদিল্লিকে। তালিবান যে আল কায়দার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে তা সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। আল কায়দা জঙ্গিদের অভিনন্দন জানিয়ে লিখছে, তালিবান দারুণ কাজ করেছে। আমেরিকাকে ওরা আফগানিস্তান থেকে তাড়িয়েছে। ওরা হেরেছে, তালিবান জিতেছে। এবার তালিবান নিজেদের মতো করে দেশ গড়বে। আমরা ওদের পাশে আছি। পাশাপাশি আল কায়দা কাশ্মীর নিয়েও মন্তব্য করেছে। সেখানে মানুষ ভাল নেই বলে মন্তব্য করে বুঝিয়ে দিয়েছে, তাদের পরবর্তী লক্ষ্য হল কাশ্মীর।

তাই এবার ‘ইসলামের শত্রু’দের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য তালিবানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আল কায়দা। তালিবানকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে আল কায়দা বলেছে, “হে আল্লা, ইয়েমেন, সোমালিয়া, লেভান্ত, কাশ্মীর-সহ সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি ইসলামের শত্রুদের হাত থেকে মুক্ত করো। বিশ্বজুড়ে সমস্ত মুসলিম বন্দিদের মুক্তি করে দাও।” আল কায়দার এই বিবৃতি প্রকাশ্যে আসায় বিশেষজ্ঞরা মনে করছেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা বা নাশকতার আশঙ্কা আরও বাড়তে চলেছে।

আরও পড়ুন- কাল থেকে বিশ্বভারতীর-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ

advt 19

 

Previous articleকাল থেকে বিশ্বভারতীর-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ
Next articleতালিবানের স্বাধীনতার দাবি, তবু পরাধীনতার আতঙ্কে ভুগছেন আফগানিস্তানের আমজনতা